বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও চর্চা করি, আমরা মানুষের স্বাধীনতায় বিশ্বাস করি, মানুষের কথা বলার স্বাধীনতায় বিশ্বাস করি এবং এখানে আমরা উদার মনোভাব নিয়ে শান্তি শৃঙ্খলা নিয়ে বসবাস করি। সুশিক্ষা ব্যতীত আমাদের দেশের শিশুরা কখনোই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে না। এজন্য সর্বাগ্রে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার ২নং ওয়ার্ডের দেবালয়ে উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আব্দুল মঈন খান বলেন, শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার জন্য পর্যাপ্ত স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা প্রয়োজন। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, একটি শিক্ষিত প্রজন্মই ভবিষ্যতে দেশকে উন্নয়ন ও সুশাসনের পথে এগিয়ে নিতে পারে। তাই শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপনের সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সহ-সভাপতি শাহরিয়ারুল শাকু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঘোড়াশাল পৌর ছাত্রদলের , সদস্য সচিব আরিফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা জয়নাল আবেদিনসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ