কক্সবাজার শহরের বাঁকখালী নদীতীরের উত্তর নুনিয়ারছড়ার প্যারাবনসংলগ্ন সমুদ্রতট থেকে মাদকের একটি বড় চালান উদ্ধার করেছে র্যাব-১৫।এ সময় চিহ্নিত দুই মাদক কারবারিকেও গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) র্যাব-১৫ আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নেয়ামুল হালিম খান এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৬টার দিকে উত্তর নুনিয়ারছড়ার প্যারাবনসংলগ্ন সমুদ্রতটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় দুজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের দেওয়া তথ্যে সমুদ্রতটের বালুর নিচে লুকানো চারটি প্লাস্টিকের বস্তা থেকে ছয় লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোইনসদৃশ মাদক উদ্ধার করা হয়।
এমআর/টিএ