বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা যাচ্ছেন। খুলনা মহানগর ও জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে একটি নির্বাচনি জনসভায় দুপুর সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। ইতোমধ্যে মঞ্চ প্রস্তুতিসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, মঙ্গলবার সকালে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে ঢাকা থেকে যশোরে পৌঁছাবেন। সকাল সাড়ে ৯টায় যশোর ঈদগাহ ময়দানে তিনি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এরপর সাতক্ষীরায় যাওয়ার পথে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভায় অংশ নেবেন। দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরা সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
সেখান থেকে দুপুর ২টায় খুলনায় পৌঁছে বেলা সাড়ে ৩টায় সার্কিট হাউজ মাঠের জনসভায় ভাষণ দেবেন জামায়াত আমির। পরে সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে আরেকটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে।
খুলনার জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির ও জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।
এমআর/টিএ