সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে প্রত্যয় নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের সঙ্গে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলাধীন জাতীয় সংসদ নির্বাচনী আসন ঢাকা-২ (আসন-১৭৫) ও ঢাকা-৩ (আসন-১৭৬)-এর সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা-৩ আসনের ১০ জন এবং ঢাকা-২ আসনের ৩ জন প্রার্থীর সকল নির্বাচনী এজেন্ট উপস্থিত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণবিধি প্রতিপালনের সার্বিক বিষয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উমর ফারুক। তিনি নির্বাচনী আচরণবিধির প্রতিটি ধাপ ব্যাখ্যা করে বলেন, একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন প্রশাসন বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনা করতে হবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই।
সবার সহযোগিতায় আমরা জাতিকে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।
যেকোনো পরিস্থিতিতে নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন দৃঢ় অবস্থানে রয়েছে উল্লেখ করে ইউএনও বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা-২ ও ঢাকা-৩ আসনের দায়িত্বপ্রাপ্ত আচরণবিধি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী, র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং কেরানীগঞ্জ ও সংশ্লিষ্ট দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত সকল প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে একমত পোষণ করেন এবং সম্মিলিতভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনকে কেন্দ্র করে কেরানীগঞ্জে প্রশাসনের তৎপরতা ও নজরদারি আরো জোরদার করা হয়েছে বলে সভা সূত্রে জানা গেছে।
এবি/টিএ