সুশাসন, রাষ্ট্রীয় সংস্কার ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লায় দুই দিনের পদযাত্রা ও পথসভা কর্মসূচি ঘোষণা করেছে। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) কুমিল্লা নগরীতে এবং পরদিন বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হবে।
নির্বাচনী এসব পদযাত্রার নেতৃত্ব দেবেন এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পদযাত্রা ও পথসভার বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্।
জানা গেছে, গণভোটে হ্যাঁ, শাপলাকলি ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সমর্থনে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কুমিল্লা টাউন হল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হবে। ওই পথসভায় বক্তব্য রাখবেন সাবেক উপদেষ্টা ও এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ্ বলেন, সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা, দেশের সার্বভৌমত্ব নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার প্রচারণার উদ্দেশ্যে দেশজুড়ে ১১ দিনব্যাপী এই নির্বাচনী পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। এ পদযাত্রা ও পথসভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ১১ দলীয় জোট প্রার্থীদের জন্য ভোট চাওয়া হবে।
তিনি আরো বলেন, পদযাত্রায় ১১ দলীয় জোটের জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।