সিরাজগঞ্জ-২ নির্বাচনী এলাকার বহুলীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
সিরাজগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত ৫
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা বাজারে এই ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু অভিযোগ করে বলেন, ‘সোমবার সন্ধ্যায় বহুলী ইউনিয়নের ডুমুরইছা বাজারে বিএনপির একটি নির্বাচনী মিছিল বের হয়। এ সময় জামায়াতের একটি মিছিল থেকে বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়ে ৫ থেকে ৬ জনকে আহত করা হয়েছে। পরে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
তবে অভিযোগ অস্বীকার করে জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ-২ আসনের প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, ‘জামায়াতের মিছিলে পেছন দিক থেকে হামলা করেছে বিএনপির কর্মীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষেরই কয়েকজন আহত হয়েছেন।’
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শিমুল তালুকদার জানান, আহত বিএনপি কর্মীদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। পরীক্ষা-নিরীক্ষার পর তাদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তর করা হতে পারে।
এবি/টিএ