‘হ্যাঁ’ ভোটে বাংলাদেশ জিতবে, ‘না’ ভোটে পরাজিত হবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো কোনো রাজনৈতিক দল প্রকাশ্যে ‘হ্যাঁ ভোট’-এর কথা বললেও বাস্তবে তারা এতে আন্তরিক নয়। জামায়াতে ইসলামী ক্ষমতার লড়াইয়ে নয়, বরং পুরো জাতিকে বিজয়ী করতেই রাজনীতি করছে। ‘হ্যাঁ’ ভোটে বাংলাদেশ জিতবে, না ভোটে বাংলাদেশ পরাজিত হবে।’ এ জন্য তিনি সবাইকে গণভোটে ‘হ্যাঁ’ এবং পরে দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ঘোষণা দেন, যেখানে মা-বোনদের ইজ্জত ও সম্মানের ওপর আঘাত আসবে, সেখানেই সংগঠিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
ডা. শফিকুর রহমান বলেন, ‘যেসব রাজনৈতিক দল প্রকাশ্যে নারীদের কল্যাণের কথা বলে নানা প্রতিশ্রুতি দেয়, বাস্তবে তারাই নির্বাচনী মাঠে নারী কর্মীদের লাঞ্ছিত করছে। একদিকে ফ্যামিলি কার্ডের কথা, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত- এই দ্বিচারিতা চলতে পারে না। যারা নারীদের সম্মান দিতে পারে না, তারা ক্ষমতায় গেলে কী করবে, তা সহজেই অনুমেয়।’

রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বেকারত্ব দূরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা হবে’। নারীদের হাতে শুধু ফ্যামিলি কার্ড তুলে না দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।
 
চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট ও দখলবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা-এই পাল্লায় কোনো কম-বেশি হবে না। ন্যায়বিচারের ভিত্তিতে প্রত্যেককে তার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে।’

যশোর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘ব্রিটিশ আমলে প্রথম জেলা এবং মহান মুক্তিযুদ্ধে প্রথম হানাদারমুক্ত জেলা যশোরের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক সেবা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দলের নয়-জনগণের পক্ষে থেকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে। কাউকে আইন নিজের হাতে তুলে নিতে দেওয়া হবে না।’

জুলাই বিপ্লবের চেতনায় দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। এ ছাড়া বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান, যশোর-২ আসনের প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্রসংগঠনের নেতারা।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর Jan 27, 2026
img
প্রথমবার অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন অজয় দেবগন ও সঞ্জয় দত্ত, থাকছেন তামান্নাও Jan 27, 2026
img
আমরা চাঁদাবাজ থেকে হাতিয়ার মানুষকে বাঁচাতে চাই: হান্নান মাসউদ Jan 27, 2026
img
আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল Jan 27, 2026
img
গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ Jan 27, 2026
img
এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের ৩ সিনেমা Jan 27, 2026
img
মির্জা আব্বাসের বহিষ্কার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 27, 2026
img
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশই অতিদরিদ্র Jan 27, 2026
img

ডিসি-এসপিকে হুমকি

অটো জেনারেটেড নম্বর থেকে কল করলে শনাক্ত করা যায় না : স্বরাষ্ট্র সচিব Jan 27, 2026
img
রায় পুনর্বিবেচনা চেয়ে চানখারপুল মামলায় শহীদ পরিবারের স্মারকলিপি Jan 27, 2026
img
পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে : ইসি সানাউল্লাহ Jan 27, 2026
img
সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান আজহারীর Jan 27, 2026
img
বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না : সারজিস Jan 27, 2026
img
ট্রেনে টিকিটবিহীন ২১৫৩ যাত্রীকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা Jan 27, 2026
img
ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের! Jan 27, 2026
img
ভারত ও ইইউর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা মোদির Jan 27, 2026
img
দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 27, 2026
img
আমরা একাত্তরকে সামনে রেখে চব্বিশকে ধারণ করতে চাই : এস এম জিলানী Jan 27, 2026
img
ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি Jan 27, 2026
img
সর্বকালের সব রেকর্ড ভেঙে ফের বাড়ল স্বর্ণের দাম Jan 27, 2026