ভূরাজনৈতিক উত্তেজনা ও অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। আগের সেশনে প্রথমবারের মতো ৫ হাজার ১০০ ডলারের সীমা অতিক্রম করার পর বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খবর রয়টার্সের।
এদিন স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০.৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৬০ দশমিক ৩৬ ডলারে। সোমবার লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ১১০ দশমিক ৫০ ডলারে পৌঁছেছিল।
এদিকে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার সামান্য কমে ০.৫ শতাংশ নেমে আসে প্রতি আউন্স ৫ হাজার ৫৬ দশমিক ৯০ ডলারে।
বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকতে বাধ্য করছে। একই কারণে রুপার দামও প্রায় সর্বকালের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।
এদিকে বাংলাদেশের বাজারে আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকায় বিক্রি হবে। সোমবার (২৬ জানুয়ারি) স্বর্ণ ভরিতে ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা, যা দেশের বাজারে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
পিএ/টিকে