বিশ্বকাপ বয়কটের ডাক সাবেক ফিফা সভাপতির

আগামী জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে সাবেক ফিফা সভাপতি সেপ ব্লাটার। জার্মানি ও নেদারল্যান্ডসের পর এবার ‘গ্রেটেস্ট শো অর্ন আর্থের’ ২৩তম সংস্করণ বয়কটের আলোচনা আরও জোরালো হলো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রশাসনের সঙ্গে ইউরোপের সম্পর্ক অবনতির কারণেই এই বয়কটের আহ্বান জানানো হয়েছে বলে উল্লেখ করেন সাবেক ফিফা সভাপতি।

এর আগে জার্মানির এক রাজনীতিবিদ ও ইংলিশ গণমাধ্যম ব্যক্তিত্ব পিয়ার্স মরগান বিশ্বকাপ বয়কটের ডাক দেন। তারপর এই তালিকায় যুক্ত হন নেদারল্যান্ডের সুপরিচিত টেলিভিশন প্রডিউসার টিউন ফন দ্য কেউকেন। বিশ্বকাপ থেকে ডাচ ফুটবল দলকে নাম প্রত্যাহারের আহ্বান করেছেন। এবার স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র উপযুক্ত কি না-তা নিয়ে প্রশ্ন তোলা আন্তর্জাতিক ফুটবল অঙ্গনের সর্বশেষ ব্যক্তিত্ব হলেন ব্লাটার।

সামাজিক মাধ্যম এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে সাবেক ফিফা সভাপতি সুইস সংবাদপত্র ‘ডার বুন্ড’-এ প্রকাশিত মার্ক পিয়েথের সাম্প্রতিক এক সাক্ষাৎকারের মন্তব্যের প্রতি সমর্থন জানান।

অপরাধ বিশেষজ্ঞ ও দুর্নীতিবিরোধী আইনজীবী মার্ক পিয়েথ এক দশক আগে ফিফার সংস্কার কার্যক্রম তদারকিতে গঠিত স্বাধীন গভর্ন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন। সাক্ষাৎকারে পিয়েথ বলেন, ‘আমরা যা কিছু আলোচনা করেছি, তা বিবেচনায় নিলে সমর্থকদের জন্য একটাই পরামর্শ-যুক্তরাষ্ট্রে যাবেন না। টিভিতে দেখলেই বরং ভালোভাবে উপভোগ করা যাবে। আর যারা সেখানে যাবেন, তাদের ধরে নিতে হবে—কর্তৃপক্ষের মনঃপূত না হলে সরাসরি পরের ফ্লাইটেই দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। যদি ভাগ্য ভালো থাকে।’

এক্স-এ দেওয়া পোস্টে পিয়েথের এই মন্তব্য উদ্ধৃত করে ব্লাটার লেখেন, ‘আমি মনে করি, এই বিশ্বকাপ নিয়ে প্রশ্ন তোলার ক্ষেত্রে মার্ক পিয়েথ ঠিকই বলেছেন।’



যুক্তরাষ্ট্রকে নিয়ে আন্তর্জাতিক ফুটবল মহলের উদ্বেগের পেছনে রয়েছে-গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের সম্প্রসারণবাদী অবস্থান, ভ্রমণ নিষেধাজ্ঞা, এবং অভিবাসন ও অভিবাসনবিরোধী বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে মিনিয়াপোলিসে, কড়া আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ।

এর মধ্যে জার্মান ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওকে গ্যটলিশ গত শুক্রবার মর্গেনপোস্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘বিশ্বকাপ বয়কটের বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করার সময় এসে গেছে।’

দুই সপ্তাহ আগে আফ্রিকার দুই শীর্ষ ফুটবল দেশের সমর্থকদের ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যায়। ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার ফলে সেনেগাল ও আইভরি কোস্টের মানুষদের কার্যত যুক্তরাষ্ট্রে ঢোকা বন্ধ হয়ে যায়-যদি না তাঁদের আগেই ভিসা থাকে। এই নিষেধাজ্ঞার মূল কারণ হিসেবে ট্রাম্প ‘স্ক্রিনিং ও যাচাই-বাছাইয়ের ঘাটতি’-র কথা উল্লেখ করেন।

এছাড়া, বিশ্বকাপে যোগ্যতা অর্জন করা আরও দুই দেশ ইরান ও হাইতির সমর্থকরাও যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাবেন না। ট্রাম্প প্রশাসনের ঘোষিত প্রথম দফার ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় এই দুই দেশও অন্তর্ভুক্ত ছিল।

টিজে/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর Jan 27, 2026
img
প্রথমবার অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন অজয় দেবগন ও সঞ্জয় দত্ত, থাকছেন তামান্নাও Jan 27, 2026
img
আমরা চাঁদাবাজ থেকে হাতিয়ার মানুষকে বাঁচাতে চাই: হান্নান মাসউদ Jan 27, 2026
img
আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল Jan 27, 2026
img
গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ Jan 27, 2026
img
এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের ৩ সিনেমা Jan 27, 2026
img
মির্জা আব্বাসের বহিষ্কার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 27, 2026
img
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশই অতিদরিদ্র Jan 27, 2026
img

ডিসি-এসপিকে হুমকি

অটো জেনারেটেড নম্বর থেকে কল করলে শনাক্ত করা যায় না : স্বরাষ্ট্র সচিব Jan 27, 2026
img
রায় পুনর্বিবেচনা চেয়ে চানখারপুল মামলায় শহীদ পরিবারের স্মারকলিপি Jan 27, 2026
img
পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে : ইসি সানাউল্লাহ Jan 27, 2026
img
সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান আজহারীর Jan 27, 2026
img
বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না : সারজিস Jan 27, 2026
img
ট্রেনে টিকিটবিহীন ২১৫৩ যাত্রীকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা Jan 27, 2026
img
ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের! Jan 27, 2026
img
ভারত ও ইইউর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা মোদির Jan 27, 2026
img
দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 27, 2026
img
আমরা একাত্তরকে সামনে রেখে চব্বিশকে ধারণ করতে চাই : এস এম জিলানী Jan 27, 2026
img
ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি Jan 27, 2026
img
সর্বকালের সব রেকর্ড ভেঙে ফের বাড়ল স্বর্ণের দাম Jan 27, 2026