মায়ের সঙ্গে প্রতারণার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন ব্রাজিলের জাতীয় দলের সাবেক ফুটবলার আদ্রিয়ানো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাকশিত এক ভিডিও বার্তায় প্রতারককে সরাসরি হুমকি দিয়েছেন তিনি। বলেছেন, টাকা ফেরত না দিলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।
ঘটনাটি ঘটে আদ্রিয়ানের পরিচয়ে প্রতারণার মাধ্যমে। প্রতারক নিজেকে আদ্রিয়ানো পরিচয় দিয়ে তার মায়ের কাছ থেকে ১৫ হাজার রিয়ালের বেশি অর্থ হাতিয়ে নেয়। বিষয়টি জানান পরই প্রকাশ্যে প্রতিক্রিয়া জানান সাবেক এই স্ট্রাইকার।
ভিডিও বার্তায় আদ্রিয়ানো বলেন, ‘‘তুমি যদি টাকা ফেরত না দাও, আমি তোমাকে খুঁজে বের করব। তখন দেখবে, পৃথিবীতে কীভাবে শয়তান নেমে আসে।’’
তিনি আরও বলেন, ‘‘আমার মায়ের সঙ্গে প্রতারণা করা মানে সীমা ছাড়িয়ে যাওয়া। মা, দাদি আর পরিবার নিয়ে কেউ খেলতে পারে না।’’
প্রতারককে ২৪ ঘণ্টার আল্টিমেটামও দেন সাবেক এই ফুটবলার। সময়ের মধ্যে টাকা ফেরত না এলে নিজেই ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
এক সময়ের দুর্দান্ত স্ট্রাইকার আদ্রিয়ানো ব্রাজিল জাতীয় দলের হয়ে মোট ২৭টি গোল করেছেন। ক্লাব ফুটবলে তিনি খেলেছেন ইন্টার মিলান, ফিওরেন্তিনা, রোমা, পারমা ও ফ্লামেঙ্গের মতো দলে। ক্যারিয়ার শেষে তিনি ফিরে গেছেন নিজের শৈশবের এলাকা রিও ডি জেনেইরোর ভিলা ক্রুজেইরোতে।
আরআই/টিকে