প্লেব্যাক শিল্পীরা প্রাতিষ্ঠানিক মূল্যায়নে চরমভাবে অবহেলিত: ন্যানসি

জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি অগণিত কালজয়ী সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে প্লে-ব্যাক শুরু হয় এবং ২০১১ সালে ‘প্রজাপতি’ সিনেমার জন্য তিনি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেন। এছাড়া ‘চন্দ্রগ্রহণ’সহ অনেক হিট সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এবার বাংলাদেশ সরকারের কাছে চলচ্চিত্রশিল্পের সংগীত-সংশ্লিষ্ট কলাকুশলীদের ‘চলচ্চিত্রশিল্পী’ হিসেবে স্বীকৃতি এবং তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানালেন তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) ন্যানসি তার ফেসবুকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে একটি লিখিত আবেদন প্রকাশ করেন।

পোস্টে ন্যানসি সিনেমার গানের শিল্পীদের বর্তমান চিত্র তুলে ধরে এফডিসির আওতাধীন তাদের ‘চলচ্চিত্রশিল্পী’ হিসেবে বিবেচনা করা এবং সেই অনুযায়ী সকল সুযোগ-সুবিধা প্রাপ্তির দাবি জানান।

চলচ্চিত্রমাধ্যমের সংগীতবিষয়ক কলাকুশলীদের পক্ষে ন্যানসি লেখেন, ‘এই উপমহাদেশে বিশেষ করে বাংলা চলচ্চিত্রে গান একটি শক্তিশালী উপকরণ। আমাদের চলচ্চিত্রের জন্মলগ্ন থেকেই গানের মাধ্যমে প্রায়ই চলচ্চিত্রের প্রচার, প্রসার ও ব্যবসায় সফলতা পেয়ে আসছে। আমরা কণ্ঠশিল্পী এবং চলচ্চিত্রের গান-সংশ্লিষ্ট অন্যান্য কলাকুশলী তথা গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, আবহসংগীত পরিচালকগণ তাদের কাজের স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়ে থাকি।

আক্ষেপ প্রকাশ করে লেখেন, ‘কষ্টের বিষয় বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) অধিনস্ত অন্যান্য সুযোগ-সুবিধার আওতায় গানের কলাকুশলীদের বিবেচনা করা হয় না। শিল্পী সমিতি নামক যে সংগঠন রয়েছে সেখানে আমাদের সদস্যপদ ও ভোটাধিকারও নেই। আমরা যখন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনে প্রবেশ করি সেখানে পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির আলাদা কক্ষ দেখতে পাই। চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ অংশীজন হয়ে আমাদের সংগীত-সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য আলাদা কোনো নির্দিষ্ট কক্ষ বা বসার ব্যবস্থা পর্যন্ত এত বড় আকারের একটি প্রতিষ্ঠানে দেখতে পাইনি।’




তিনি আরো বলেন, ‘আমাদের বিশ্রাম, রিফ্রেশমেন্ট বা চর্চার জন্য নির্দিষ্ট কোনো স্থান নির্ধারিত নেই। মহিলা শিল্পীদের অবস্থা নিশ্চয়ই সহজেই অনুমেয়। অথচ যেকোনো উৎসব বা আয়োজনে আমাদের গানের শিল্পীদের ডাকা হলেও বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) প্রাতিষ্ঠানিক মূল্যায়নে আমরা আজও চরমভাবে অবহেলিত। যদিও আমি ব্যক্তিগতভাবে নানা আলোচনায় এবং টেলিভিশন সাক্ষাৎকারে এ বিষয় তুলে ধরেছি কিন্তু প্রত্যক্ষভাবে মন্ত্রণালয়ের মাধ্যমে তা আগে কখনও প্রকাশ করা হয়নি।’

ইন্ডাস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ স্বার্থসংশ্লিষ্ট বিষয় অবতারণা করে ন্যানসি আরও লেখেন, ‘আমরা চলচ্চিত্রমাধ্যমের একটি অত্যাবশ্যকীয় ভূমিকায় থাকার পরেও নিজেদের একটি বসার ব্যবস্থা নেই, যা চলচ্চিত্র মাধ্যমের শিল্পী এবং অন্যান্য সংশ্লিষ্ট কলাকুশলীদের জন্য বেদনাদায়ক। তাই বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) সাথে আমাদের দূরত্ব মেটাতে এবং প্রাপ্য সুযোগ-সুবিধা পাওয়ার নিমিত্তে আপনার সুযোগ্য নেতৃত্বে ও তত্ত্বাবধানে আপনার সংস্থায় একটি কার্যালয় তথা বসবার সুনির্দিষ্ট জায়গার ব্যবস্থা করার বিনীত অনুরোধ করছি।’

সবশেষে এই কণ্ঠশিল্পী লেখেন, ‘আমাদের ভালোবাসার প্রতিষ্ঠান বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশন (বিএফডিসি) যেন এই সমুদয় বিষয় বিবেচনায় নিয়ে সংগীত-সংশ্লিষ্ট কলাকুশলীদের চলচ্চিত্রশিল্পের একজন শিল্পী পদমর্যাদাকে আমলে নিয়ে উক্ত সকল সুযোগ-সুবিধা প্রাপ্তির ব্যবস্থা গ্রহণে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করতে যথাযথ উদ্যোগ গ্রহণ করে আমাদের সামনের দিনের পথচলাকে আরও অংশগ্রহণমূলক এবং মূল্যায়িত করার ব্যবস্থা করতে সচেষ্ট হন।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশি কর্মীদের জন্য ওমানের সুখবর Jan 27, 2026
img
প্রথমবার অ্যাকশন ছবিতে জুটি বাঁধছেন অজয় দেবগন ও সঞ্জয় দত্ত, থাকছেন তামান্নাও Jan 27, 2026
img
আমরা চাঁদাবাজ থেকে হাতিয়ার মানুষকে বাঁচাতে চাই: হান্নান মাসউদ Jan 27, 2026
img
আরও দুই বছর মেলবোর্ন স্টার্সে খেলবেন ম্যাক্সওয়েল Jan 27, 2026
img
গণভোটে হ্যাঁ জয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত রাষ্ট্রব্যবস্থা গঠন সম্ভব: আলী রীয়াজ Jan 27, 2026
img
এশিয়ার সেরা সিনেমার তালিকায় বাংলাদেশের ৩ সিনেমা Jan 27, 2026
img
মির্জা আব্বাসের বহিষ্কার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী Jan 27, 2026
img
যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অধিকাংশই অতিদরিদ্র Jan 27, 2026
img

ডিসি-এসপিকে হুমকি

অটো জেনারেটেড নম্বর থেকে কল করলে শনাক্ত করা যায় না : স্বরাষ্ট্র সচিব Jan 27, 2026
img
রায় পুনর্বিবেচনা চেয়ে চানখারপুল মামলায় শহীদ পরিবারের স্মারকলিপি Jan 27, 2026
img
পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে : ইসি সানাউল্লাহ Jan 27, 2026
img
সৎ ও যোগ্য প্রার্থী বেছে নেওয়ার আহ্বান আজহারীর Jan 27, 2026
img
বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না : সারজিস Jan 27, 2026
img
ট্রেনে টিকিটবিহীন ২১৫৩ যাত্রীকে প্রায় ৫ লাখ টাকা জরিমানা Jan 27, 2026
img
ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের! Jan 27, 2026
img
ভারত ও ইইউর ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের ঘোষণা মোদির Jan 27, 2026
img
দেশে সমর্থক নেই বলেই দিল্লিতে সংবাদ সম্মেলন করছে আওয়ামী লীগ: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 27, 2026
img
আমরা একাত্তরকে সামনে রেখে চব্বিশকে ধারণ করতে চাই : এস এম জিলানী Jan 27, 2026
img
ঢাকায় জামায়াতের নারী সমাবেশ ৩১ জানুয়ারি Jan 27, 2026
img
সর্বকালের সব রেকর্ড ভেঙে ফের বাড়ল স্বর্ণের দাম Jan 27, 2026