ছোটপর্দার জনপ্রিয় জুটি শ্যামৌপ্তি মুদলি ও রণজয় বিষ্ণুর চার হাত এক হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। প্রেমের মাসেই জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই তারকা জুটি। বিয়ের প্রস্তুতির শেষ মুহূর্তের ব্যস্ততার মাঝেই জমে উঠল তাঁদের আইবুড়ো ভাতের অনুষ্ঠান।
পরিচালক ও অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের বাড়িতে রাজকীয় ভোজের আয়োজন করে হবু বর-কনেকে আইবুড়ো ভাত খাওয়ানো হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি, প্রেমদিবসে গাঁটছড়া বাঁধতে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি। তার আগেই আধবেলা তথাগতর বাড়িতে আইবুড়ো ভাত খেয়ে প্রাক-বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করে দিলেন এই জুটি।
আইবুড়ো ভাতের সেই বিশেষ মুহূর্তের ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন তথাগত মুখোপাধ্যায়। ছবিতে দেখা যায়, পাতে থালা সাজিয়ে হাসিমুখে আইবুড়ো ভাত খাচ্ছেন হবু বর-কনে। সেই ছবিতে মজার ছলে উপস্থিত তথাগতর চারপেয়ে সন্তান তরী। ফটো-বম্ব করতে ব্যস্ত তরীকে রসিকতার ছলে ‘আইবুড়ি তরী’ ও ফটো-বম্ব বিশেষজ্ঞ বলেও উল্লেখ করেন তথাগত। এই ছবি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে, ভক্তদের মধ্যে হাসির রোল উঠেছে।
উল্লেখ্য, জনপ্রিয় ধারাবাহিক ‘গুড্ডি’-র সূত্রেই তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে রণজয় ও শ্যামৌপ্তির ঘনিষ্ঠতা তৈরি হয়। তথাগত পরিচালিত ‘রাসে হালে’ ছবিতেও কাজ করেছেন রণজয় বিষ্ণু।
আইবুড়ো ভাতের দিনে একেবারে স্বচ্ছন্দ পোশাকে ধরা দেন হবু বর-কনে। রণজয়ের পরনে ছিল হালকা রঙের ফুলহাতা টি-শার্ট ও নীল ডেনিম, আর শ্যামৌপ্তি পরেছিলেন সাদা সোয়েটশার্ট ও কালো প্যান্ট। হাসিমুখে তথাগতর আতিথেয়তা উপভোগ করতে দেখা যায় দু’জনকেই।
খাবারের আয়োজনে ছিল খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। ঝকঝকে সাদা মার্বেলের মেঝেতে বসে ঐতিহ্যবাহী কায়দায় আইবুড়ো ভাত খেলেন তাঁরা। পাতে ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা, শাক, ঘন মুগ ডাল ও সবজি। মাছের একটি পদের সঙ্গে ছিল শসা, পেঁয়াজ, টমেটো ও গাজরের সালাদ। তবে দিনের মূল আকর্ষণ ছিল বিরিয়ানি ও মাটন কষা।
আগামী ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কলকাতার একটি রিসর্টে ঘরোয়া ও ব্যক্তিগত আয়োজনে অনুষ্ঠিত হবে শ্যামৌপ্তি ও রণজয়ের বিয়ে ও বৌভাত। সাজ-পোশাক থেকে খাবার- সবকিছুতেই থাকবে বাঙালি ঐতিহ্যের ছাপ। রণজয় জানিয়েছেন, বিয়েতে তিনি জোর পরবেন এবং শ্যামৌপ্তি সাজবেন লাল বেনারসিতে। ষাটের দশকের আদলে আনন্দঘন বাঙালি রীতিতেই চার হাত এক করবেন তাঁরা।
‘গুড্ডি’ ধারাবাহিকের সেটে আলাপ, সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম- শেষ পর্যন্ত প্রেমদিবসেই জীবনের নতুন যাত্রা শুরু করতে চলেছেন রণজয় ও শ্যামৌপ্তি। তাঁদের নতুন জীবনের জন্য শুভকামনাই এখন সকলের।
এসকে/এসএন