আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী রকিবুল ইসলাম বকুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ স্বাক্ষরিত এক কারণ দশানো নোটিশ প্রদান করা হয়।
নোটিশে খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, ৩য় আদালতে আগামী ১ ফেব্রুয়ারি রোববার বেলা সাড়ে ১১টায় নিজে বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আপনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা- ১০১, খুলনা-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, মঙ্গলবার ২৭ জানুয়ারি দৌলতপুর ও খালিশপুর অঞ্চলে অনধিক ৩টি মাইক ব্যবহরের অনুমতি থাকলেও তা মানা হচ্ছে না। প্রতিটি গাড়িতে একটি হর্ণ ব্যবহারের আইন থাকলেও তা অনুসরণ না করে ২টা হর্ণ ব্যবহার করা হচ্ছে। বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে সিটি কর্পোরেশনের বিল বোর্ড ব্যবহার করা হচ্ছে এবং কালার পিভিসি ব্যবহার করা হচ্ছে। ফেস্টুন ১৮ ইঞ্চি /২৪ ইঞ্চি ব্যবহারের উল্লেখ থাকলেও তা মানছেন না।
উল্লেখ্য, খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিনিধি মো. ইকবাল হোসেন এ সংক্রান্ত অভিযোগ করেন।
এমআই/এসএন