যুজবেন্দ্র চাহালের সঙ্গে নাকি এই সুন্দরী এখন ডুবে ডুবে খাচ্ছেন? আর জে মাহভাশকে অতীত করে চাহালের এই হৃদয়হরণী এখন 'টক অফ দ্য টাউন'!
এককালে এই লাস্যময়ী ছিলেন সাংবাদিক। তবে বিগ বস-এর মতো রিয়ালিটি শোয়ে যোগ দেওয়ার পর তাঁর নামের পাশে 'সেলেব' জুড়েছে। আর এই সুন্দরী সঞ্চালিকাকে নিয়েই বর্তমানে কৌতূহলের অন্ত নেই!
গত সপ্তাহান্তের রাতে মুম্বাইয়ের এক বিলাসবহুল রেস্তরাঁয় নৈশভোজে গিয়েছিলেন চাহাল। সেখানেই পাপারাজ্জিদের ফ্ল্যাশের ঝলকানিতে নজরে পড়েন শেফালি বাগ্গা। গুঞ্জন, এই সুন্দরীই নাকি এখন ভারতীয় স্পিনার নতুন 'আই ক্যান্ডি'।
খবর প্রকাশ্যে আসার পর থেকেই শেফালির ঠিকুজি-কুষ্ঠীর খোঁজ পড়েছে অনুরাগীমহলে। জানা যায়, শেফালি আদতে দিল্লির মেয়ে। ১৯৯৪ সালে জন্ম। সেখানকার স্কুল-কলেজেই পড়াশোনা তাঁর। তবে পরে কর্মসূত্রে মুম্বাইতে আসা। সেখানেও রয়েছে এক টুইস্ট!
২০১১ সালে এক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই শেফালি বাগ্গা (Shefali Bagga)। যদিও চূড়ান্ত পর্ব পর্যন্ত টিকে থাকতে পারেননি, তবে লাস্যময়ীর সৌন্দর্য আর চেহারার গড়ন নজর এড়ায়নি! পরবর্তীতে জাতীয় স্তরের এক নামী চ্যানেলে সঞ্চালক হিসেবে চাকরি শুরু করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি তাঁকে।
কথার ফুলঝুরি আর গ্ল্যামারের দৌলতেই খেলাধুলার মাঠ পর্যন্ত পৌঁছে যান শেফালি। ক্রীড়াদুনিয়ার বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালনা শুরু করেন। সেই সুবাদে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও তাঁর আলাপ ঘনীভূত হয়। এরপরই শেফালির ভাগ্যে শিকে ছেড়ে সলমন খানের শোয়ে।
২০১৯ সালে বিগ বস-এর ঘরে পা রাখেন শেফালি বাগ্গা। যদিও ১৩ নম্বর মরশুমের শেষ পর্যন্ত পৌঁছননি, তবে সেই শোয়েই সিদ্ধার্থ দে নামে আরেক প্রতিযোগীর সঙ্গে জড়ায় তাঁর।
শো চলাকালীন তাঁদের মাখোমাখো রসায়ন নিয়ে নানা মুখরোচক আলোচনা হলেও পরবর্তীতে শেফালি জানান সিদ্ধার্থ এবং তিনি খুবই ভালো বন্ধু।
পরবর্তীতে সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়জুর সঙ্গেও ইতি-উতি ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল শেফালিকে। গতবছরের গোড়ার দিকে তাঁদের সম্পর্কের গুঞ্জনও রটে যায়। তবে পরে কেঁচো খুঁড়তে কেউটে বেরোয়!
জানা যায়, ফয়জুর সঙ্গে পেশাগত কারণেই সময় কাটাচ্ছিলেন শেফালি। কেন? কারণ সেসময়ে দুজনেই এক ডেটিং রিয়ালিটি শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। তাই 'রিলে'র রসায়ন যেন দর্শকের নজর কাড়ে সেইজন্যই 'রিয়েল লাইফে' এহেন স্ট্র্যাটেজি খাটিয়েছিলেন ফয়জু এবং শেফালি।
তবে চাহালের নতুন নয়নমণির প্রেমচর্যা এখানেই শেষ নয়! একসময়ে আরব জৈন নামে জনৈক পোশাক সংস্থার মালিকের সঙ্গে শেফালির নাম জড়িয়েছিল। তবে এক্ষেত্রেও স্পিকটি নট থেকেছেন সুন্দরী সঞ্চালিকা।
তবে নেটপ্রভাবী, নামী ব্যবসায়ীদের টেক্কা দিয়ে এবার শেফালির 'প্রেমিকে'র তালিকায় যোগ হল ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের নাম। গত শনিবার নৈশভোজে গিয়েই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি করেছেন তাঁরা। আর সেই প্রেক্ষিতেই বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে শেফালি বাগ্গা।
কেএন/এসএন