ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব, এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে সতর্কতা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাণঘাতী নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ফলে এশিয়ার বিভিন্ন অংশেও উদ্বেগ দেখা দিয়েছে। কিছু দেশ বিমানবন্দরে স্ক্রিনিং (স্বাস্থ্য পরীক্ষা) জোরদার করেছে।

চলতি মাসের শুরুতে পশ্চিমবঙ্গে দুইজন স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

তাঁদের সংস্পর্শে আসা প্রায় ১৯৬ জনকে সনাক্ত করা হয়েছে এবং কোয়ারেন্টাইনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে।

নিপা ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এর চিকিৎসার জন্য কোনো ভ্যাকসিন বা ওষুধ না থাকায় এর মৃত্যুর হার উচ্চ, ৪০ শতাংশ থেকে থেকে ৭৫ শতাংশ পর্যন্ত।
এখন কী হচ্ছে?

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিমবঙ্গে আক্রান্তদের নিশ্চিত হওয়ার পর সংক্রামিত ব্যক্তিদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত, পর্যবেক্ষণ এবং পরীক্ষা করা হয়েছে।
তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি।

মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সকল জনস্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারতের বাইরে এখনও কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকটি দেশ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

রবিবার থাইল্যান্ড ব্যাংকক এবং ফুকেটের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্ক্রিনিং শুরু করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যাওয়া ফ্লাইটগুলোর। পার্ক এবং বন্যপ্রাণী বিভাগ প্রাকৃতিক পর্যটন আকর্ষণগুলোতেও কঠোর স্ক্রিনিং বাস্তবায়ন করেছে।

রোগ নিয়ন্ত্রণ বিভাগের মুখপাত্র জুরাই ওংসওয়াসদি বিবিসিকে বলেছেন, থাই কর্তৃপক্ষ থাইল্যান্ডে প্রাদুর্ভাবের বিরুদ্ধে সুরক্ষার বিষয়ে মোটামুটি আত্মবিশ্বাসী। নেপালও কাঠমান্ডু বিমানবন্দর এবং ভারতের সঙ্গে অন্যান্য স্থল সীমান্ত পয়েন্ট দিয়ে আগত লোকদের স্ক্রিনিং শুরু করেছে।

ইতিমধ্যে তাইওয়ানের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিপা ভাইরাসকে ‘ক্যাটাগরি ৫ রোগ’ হিসেবে তালিকাভুক্ত করার প্রস্তাব করেছে। দ্বীপপুঞ্জের সিস্টেমের অধীনে ক্যাটাগরি ৫ হিসেবে শ্রেণীবদ্ধ রোগগুলো হলো, উদীয়মান বা বিরল সংক্রমণ।

নিপা ভাইরাস কী?
নিপা ভাইরাস শূকর এবং বাদুড়ের মতো প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রামিত হতে পারে। এটি দূষিত খাবারের মাধ্যমেও ব্যক্তি থেকে ব্যক্তিতে ছড়িয়ে পড়তে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিপাহকে তার শীর্ষ দশটি অগ্রাধিকার রোগের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। কোভিড-১৯ এবং জিকার মতোই, কারণ এটি মহামারী সৃষ্টি করতে পারে।

এই ভাইরাসের সুপ্তিকাল বা লক্ষণ প্রকাশের সময়সীমা ৪ থেকে ১৪ দিন পর্যন্ত হতে পারে। ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন ধরণের লক্ষণ দেখা যায়। আবার কখনও কখনও একেবারেই দেখা যায় না।

প্রাথমিক লক্ষণগুরো মধ্যে জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, বমি এবং গলা ব্যথা হতে পারে। কিছু লোকের ক্ষেত্রে, এর পরে তন্দ্রা, চেতনার পরিবর্তন এবং নিউমোনিয়া হতে পারে।

এনসেফালাইটিস, একটি কখনও কখনও মারাত্মক অবস্থা যা মস্তিষ্কের প্রদাহ সৃষ্টি করে, গুরুতর ক্ষেত্রে দেখা দিতে পারে।

এমনকি এনসেফালাইটিস হতে পারে—এটি মস্তিষ্কের একধরনের প্রদাহ, যা গুরুতর ক্ষেত্রে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এখন পর্যন্ত এই রোগের চিকিৎসায় কোনো অনুমোদিত ওষুধ বা টিকা নেই।

অতীতের প্রাদুর্ভাব কোথায় ছিল?
১৯৯৮ সালে মালয়েশিয়ার শূকর চাষীদের মধ্যে প্রথম নিপাহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং পরে প্রতিবেশী দেশ সিঙ্গাপুরে ছড়িয়ে পড়ে। ভাইরাসটির নামকরণ করা হয়েছে সেই গ্রাম থেকে যেখানে এটি প্রথম আবিষ্কৃত হয়েছিল।

ভাইরাসে ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছে এবং দশ লাখ শূকর হত্যা করা হয়েছে। এর ফলে কৃষক এবং পশুপালন ব্যবসার সঙ্গে জড়িতদের উল্লেখযোগ্য অর্থনৈতিক ক্ষতি হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। ২০০১ সাল থেকে ১০০ জনেরও বেশি মানুষ নিপাহ রোগে মারা গেছে। ভারতেও এই ভাইরাস শনাক্ত করা হয়েছে। ২০০১ এবং ২০০৭ সালে পশ্চিমবঙ্গে প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে। সম্প্রতি দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা নিপাহের হটস্পট হয়ে উঠেছে। ২০১৮ সালে ১৯টি কেস রিপোর্ট করা হয়েছিল, যার মধ্যে ১৭টি মারাত্মক ছিল। ২০২৩ সালে ছয়টি নিশ্চিত কেসের মধ্যে দুইজন পরে মারা যায়।

সূত্র : বিবিসি

Share this news on:

সর্বশেষ

img
আর্জেন্টিনায় হচ্ছে বিশ্বের অন্যতম বৃহত্তম স্টেডিয়াম Jan 28, 2026
img
৪ বিভাগে নির্বাচন পর্যবেক্ষণ করবেন মার্কিন প্রতিনিধিদল Jan 28, 2026
img
আইপিএলে বেঙ্গালুরুর শেয়ার কিনতে পারেন আনুশকা ও রণবীর! Jan 28, 2026
img
এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি: রাফসান সাবাব Jan 28, 2026
img
সামরিক ঘাঁটি নিয়ে সমঝোতার লক্ষ্যে বৈঠকে বসছেন পুতিন ও শারা Jan 28, 2026
img
রোডম্যাপ অনুসারে হজের সকল কার্যক্রম এগিয়ে যাচ্ছে: ধর্ম উপদেষ্টা Jan 28, 2026
img
ইরানের দিকে যুক্তরাষ্ট্রের আরেক নৌবহর Jan 28, 2026
img
কত টাকার মালিক অভিনেত্রী শ্রুতি হাসান? Jan 28, 2026
img
ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ফি, বোর্নমাউথ দলে ব্রাজিল তরুণ Jan 28, 2026
img
শাড়ির আঁচল সরিয়ে সমালোচনার মুখে অভিনেত্রী ঋতাভরী Jan 28, 2026
img
কায়া ও হেলালের সঙ্গে চমক নিয়ে আসছে হাবিব ওয়াহিদ Jan 28, 2026
img
পুকুর পাড়ে হলুদ শাড়িতে নজর কাড়লেন ভাবনা Jan 28, 2026
img
ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান Jan 28, 2026
img
কেন্দ্র দখল প্রতিহত করতে হবে: আসিফ মাহমুদ Jan 28, 2026
img
২২ বছর পর বৃহস্পতিবার রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান Jan 28, 2026
img
শিশুশিল্পী থেকে জনপ্রিয় নাট্যঅভিনেত্রী, আজ অগ্নিলার জন্মদিন Jan 28, 2026
img
ইন্টারনেট বন্ধ করার কারণেই মহাশক্তিশালী সরকারের পতন ঘটেছিল: প্রধান উপদেষ্টা Jan 28, 2026
img
‘একজন সাংবাদিক জেলখানায় আছে অথচ কেউ কিছু লেখেননি’: সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ আনিস আলমগীরের Jan 28, 2026
img
টাকার জন্য একসময় ‘সি গ্রেড’ ছবি করেছিলেন অর্চনা পূরণ সিং! Jan 28, 2026
img
ডাবিং জগতের উজ্জ্বল কণ্ঠ আলেক্সিস ওর্টেগা আর নেই Jan 28, 2026