চলন্ত মেট্রোর কামরার ভিতরে শরীরচর্চার একটি দৃশ্য ঘিরে হঠাৎই চর্চার কেন্দ্রে উঠে এলেন অভিনেতা বরুণ ধবন। ধাতব হ্যান্ডেল ধরে ব্যায়ামে মগ্ন অভিনেতার সেই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই উচ্ছ্বসিত হন অনুরাগীরা। তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেয়নি মেট্রোরেল কর্তৃপক্ষ। উল্টো তাঁরা ওই ভিডিও ভাগ করে নিয়ে যাত্রীদের সতর্ক করেন এবং স্পষ্ট করে জানান, এ ধরনের আচরণ শাস্তিযোগ্য।
ভিডিও ভাইরাল হতেই গুঞ্জন ছড়ায়, এমন হঠকারী কাজের জন্য বরুণকে নাকি মোটা অঙ্কের জরিমানা গুনতে হতে পারে। সাধারণতন্ত্র দিবসে মুক্তি পাওয়া বরুণ অভিনীত নতুন ছবি বাণিজ্যিকভাবে ভালো ফল করছে। ঠিক সেই সময়েই এই বিতর্ক অভিনেতার সুসময়কে কি ধাক্কা দেবে, তা নিয়েও প্রশ্ন ওঠে।
তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি পরিষ্কার করে অভিনেতার পক্ষ। বরুণের টিমের তরফে জানানো হয়, ভিডিওটি ইতিমধ্যেই মেট্রোরেল কর্তৃপক্ষ সরিয়ে নিয়েছেন এবং পুরো বিষয়টি একটি ভুল বোঝাবুঝি মাত্র। কোনও বিরোধ নেই, জরিমানার প্রশ্নও ওঠে না।
বরুণের টিম আরও জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষ যে আইনি সতর্কবার্তা প্রকাশ করেছে, তা সাধারণ যাত্রীদের উদ্দেশ্যে, অভিনেতার ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। সেই বার্তাকে ঘিরেই বিভ্রান্তি তৈরি হয়েছিল। পাশাপাশি স্পষ্ট করা হয়, বরুণ সবসময় সরকারি নিয়মকানুন মেনে চলেন এবং সব সরকারি প্রতিষ্ঠানের প্রতিই তিনি শ্রদ্ধাশীল।
সব মিলিয়ে, সাময়িক বিতর্কের পর আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন অভিনেতা ও তাঁর অনুরাগীরা। মেট্রোয় শরীরচর্চার সেই মুহূর্ত এখন শুধুই একটি আলোচিত অধ্যায়, শাস্তির কোনও আশঙ্কা আর নেই।
পিআর/টিকে