রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ কুখ্যাত মাদক কারবারি রাজু (৩৫) ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় এই বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করে শের-ই-বাংলা সেনা ক্যাম্প।
সেনা সূত্র জানায়, গত কয়েক দিনে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে টেকনাফ থেকে মাদকের একটি বড় চালান ঢাকায় আসার চাঞ্চল্যকর তথ্য। ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের তদারকিতে সেনাবাহিনী জানতে পারে, কুখ্যাত মাদক কারবারি রাজু এই চালানের মূল হোতা। তথ্যের সত্যতা যাচাই করে মঙ্গলবার দিবাগত রাত ২টায় প্রথমে টাউনহল রোড এলাকায় অতর্কিত হানা দিয়ে রাজুকে আটক করেন সেনা সদস্যরা।
পরবর্তী সময়ে রাজুর দেয়া তথ্যের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্পের চিহ্নিত আস্তানাগুলোতে দ্বিতীয় দফায় অভিযান চালানো হয়।
সেখান থেকে রাজুর চার বিশ্বস্ত সহযোগী- রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮)-কে পাকড়াও করা হয়।
সাড়ে তিন ঘণ্টার এই অভিযানে ১২ হাজার ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, মাদক ওজনের ২টি ডিজিটাল মেশিন ও ১২টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, উদ্ধারকৃত এই বিশাল মাদকের চালানটি রাজধানীর অন্যতম শীর্ষ মাদক সম্রাট ‘চুয়া সেলিম’-এর কাছে পৌঁছে দেয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে অভিযানের টের পেয়ে চুয়া সেলিম গা ঢাকা দিলেও তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, ‘মাদকের শিকড় উৎপাটন না করা পর্যন্ত আমাদের এই কঠোর অবস্থান বজায় থাকবে। রাজধানীতে মাদক ও অপরাধ দমনে এ ধরনের সফল অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’
গ্রেপ্তার আসামি এবং উদ্ধার হওয়া বিপুল পরিমাণ আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআর/টিএ