দক্ষিণী অভিনেতা ধানুশ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন চলছিল তাঁর দ্বিতীয় বিয়ে নিয়ে, কিন্তু ব্যক্তিগত জীবনকে ঘিরে যে চর্চা, তার মাঝেও দেখা গেল ধানুশের এক অন্যরকম মুহূর্ত। সম্প্রতি তিনি দুই ছেলে লিঙ্গ এবং যাত্রাকে নিয়ে তিরুপতির ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পুজো দিতে গেলে জনতার ভিড়ে রীতিমতো ধ্বস্তাধ্বস্তির শিকার হন। ভক্তরা ধানুশ ও তাঁর ছেলেদের কাছে পৌঁছাতে চেষ্টা করায় মন্দির চত্বর যেন জনতার স্রোতে ভাসতে থাকে। অনেক চেষ্টা করেও দুই ছেলেকে নিয়ে ভিড়ের মধ্য দিয়ে এগোতে পারেননি তিনি। অবশেষে নিরাপত্তারক্ষীরা ধানুশকেউদ্ধার করে মন্দিরের ভেতরে নিয়ে যান। মন্দিরে পুজো শেষে তিনি নিরাপত্তারক্ষীদের সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলেন।
এই মুহূর্তটি শুধু জনতার উচ্ছ্বাস নয়, বরং প্রমাণ করে যে ধনুষের ছেলেদের সঙ্গে সম্পর্ক আজও অটুট। যদিও বিয়ে সংক্রান্ত গুঞ্জন অনেক আগে ভুয়ো হিসেবে উড়িয়ে দিয়েছেন ধানুশ ও ম্রুণাল। এবার এই মন্দির ভ্রমণ যেন তাদের সম্পর্কের দৃঢ়তারই এক প্রকাশ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ধনুষের এই ভিডিও, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
এই ঘটনাকে ঘিরে বিভিন্ন ওয়েবপোর্টাল ও সংবাদমাধ্যমে সরাসরি সমালোচনা না থাকলেও দর্শকরা মন্তব্য করছেন, জনতার উচ্ছ্বাস এবং ধনুষের সহজ সরল প্রতিক্রিয়া একসঙ্গে দেখার মজাই আলাদা। এমন মুহূর্তে দেখা যায়, শুধুমাত্র সেলিব্রিটি হিসেবে নয়, ব্যক্তিগত জীবন ও বাবা হিসেবে ধনুষের মানবিক প্রতিচ্ছবি।