জি বাংলার পর্দায় সম্প্রতি মুক্তি পেয়েছে নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’-এর প্রমো, যা ইতিমধ্যেই দর্শকের নজর কেড়েছে। ধারাবাহিকের কেন্দ্রে রয়েছে দুই বর্ষীয়ান সোহিনী সেনগুপ্ত ও দেবশঙ্কর হালদার, যাঁরা গল্পের মূল দম্পতির চরিত্রে অভিনয় করছেন। জীবন ও অনুভূতির নানা দিককে কেন্দ্র করে গড়ে ওঠা এই ধারাবাহিকের মূল উপজীব্য হচ্ছে মধ্যবিত্ত দম্পতির ত্যাগ, স্বপ্ন ও জীবনের শেষ পর্যায়ে নিজেদের জন্য কিছু করার লড়াই।
প্রমোতে দেখা গেছে, দেবশঙ্কর ও সোহিনী ছাড়া অন্য চরিত্রের পরিচয় এখনও প্রকাশ পায়নি। তবে সম্প্রতি জানা গেছে, তাঁদের দুই মেয়ের চরিত্রে অভিনয় করবেন দেবাদৃতা বসু ও সংহতি বন্দ্যোপাধ্যায়। দেবাদৃতা ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে তিন বোনের মেজ বোনের চরিত্রে দর্শকের মন জয় করেছিলেন। এবার তিনি বড় বোনের ভূমিকায় থাকবেন। অন্যদিকে সংহতি ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে জনপ্রিয়তা অর্জনের পর ছোট বোনের চরিত্রে দর্শকের সামনে আসবেন। দুই অভিনেত্রীর লুক ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নতুন প্রমো মুক্তি পাবে।
ধারাবাহিকটি মধ্যবিত্ত জীবনের চেনা আবেগ, পরিবারের প্রতি দায়বদ্ধতা, স্বপ্ন পূরণের লড়াই এবং প্রাপ্তবয়স্ক মানুষের অনুভূতির গল্প তুলে ধরবে। দেবশঙ্কর হালদারের ছোট পর্দায় ফেরা এবং সোহিনী সেনগুপ্তের শক্তিশালী উপস্থিতি ‘কমলা নিবাস’-কে অন্যান্য ধারাবাহিক থেকে আলাদা করে নজরকাড়া করার জন্য যথেষ্ট। ধারাবাহিকটির সম্প্রচার সময় এখনও জানা যায়নি, তবে দর্শকরা অপেক্ষায় রয়েছেন নতুন গল্পের জন্য।
পিআর/টিকে