দীর্ঘদিন পর মানুষ ভোট দিয়ে বাড়ি ফিরতে কেউ বাধা দেবে না বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে নোয়াখালীর সোনাইমুড়ীতে নির্বাচনী প্রচারণার সময় এই মন্তব্য করেন তিনি।
ব্যাস্টিার খোকন বলেন, ‘আশা করি নিরপেক্ষ ভোট হবে, প্রশাসন নিরপেক্ষ থাকবে। দীর্ঘদিন পর মানুষ নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবে। বাড়ি ফেরার পর কেউ তাদের বিরক্ত করবে না।’
এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য ১৭ বছর বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবার সংগ্রামে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘এত সংগ্রামের পরও ভোট দেখে যেতে পারলেন না তিনি। এটাই কষ্ট। মানুষ ভোট দিলে দেশ নিয়ে সব ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে।’
ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘৫ টা মৌলিক দায়িত্ব নিশ্চিতের দায়িত্ব রাষ্ট্রের। বিএনপি ক্ষমতায় গেলে প্রত্যেক নাগরিকের মৌলিক সুবিধা নিশ্চিতে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড দেয়া হবে। পড়াশোনায় প্রধান ফোকাস দেয়া হবে। কারণ শিক্ষাই শক্তি। আমার আসনে শতভাগ শিক্ষা নিশ্চিত করা হবে। এখানে দখলবাজি চলবে না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘এত জুলুমের শিকার হয়ে ১৭ বছর পর দেশে আসার পরও তারেক রহমান হিংসা আর প্রতিহিংসার বশবর্তী হয়নি যা বিরল দৃষ্টান্ত। নির্বাচিত হলে সংসদে এই এলাকার মানুষের সুখ দুঃখের কথা বলবো। আপনাদের ভোটেই ব্যারিস্টার খোকন সারা দেশের কাছে পরিচিত হয়েছে।’
ধানের শীষে ভোট দিলে স্বাধীনতার পক্ষের শক্তির জয় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মাহবুব উদ্দিন খোকন।
এসকে/এসএন