আজ অভিনেতা ও সংগীতশিল্পী এরফান মৃধা শিবলুর জন্মদিন। অভিনয় ও সংগীত-দুই অঙ্গনেই সমান দক্ষ এই শিল্পী তাঁর সৃজনশীল কাজের মাধ্যমে ধীরে ধীরে জায়গা করে নিয়েছেন দর্শক-শ্রোতাদের মনে।
নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে এরফান মৃধা শিবলুর মিডিয়ায় পথচলা শুরু। স্বাভাবিক অভিনয়, সংলাপের নিয়ন্ত্রণ এবং চরিত্রের আবেগ ধরতে পারার ক্ষমতার কারণে অল্প সময়েই তিনি নজর কাড়েন। পাশাপাশি সংগীতশিল্পী হিসেবেও তিনি সক্রিয়। নিজের কণ্ঠে গান গেয়ে এবং মৌলিক সংগীত প্রকাশ করে তরুণ প্রজন্মের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।
অভিনয় ও গানের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এরফান। সেখানে তিনি নিজের কাজ, চিন্তাভাবনা ও ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। জন্মদিন উপলক্ষে সহকর্মী ও অনুরাগীদের শুভেচ্ছায় ভরে উঠেছে তাঁর সোশ্যাল মিডিয়া।
জন্মদিনে নতুন কাজের পরিকল্পনা ও সৃজনশীল ব্যস্ততার মধ্যেই দিনটি কাটানোর কথা জানিয়েছেন এই শিল্পী। আগাম দিনগুলোতেও অভিনয় ও সংগীত-দুই মাধ্যমেই আরও নতুন কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তাঁর ভক্তদের।
এমআই/এসএন