'বিদায় নয়, নতুন অধ্যায়ের শুরু', অরিজিতকে নিয়ে শ্রেয়ার বার্তা

প্লে-ব্যাক জগত থেকে সরে দাঁড়ানোর অরিজিৎ সিংয়ের ঘোষণায় যখন শোকস্তব্ধ তাঁর কোটি কোটি অনুরাগী, তখন সম্পূর্ণ ভিন্ন সুরে প্রতিক্রিয়া জানালেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। বিদায়ের বিষণ্নতায় না গিয়ে অরিজিতের সিদ্ধান্তকে নতুন সৃষ্টিশীল যাত্রার সূচনা হিসেবেই দেখছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আচমকাই বড় ঘোষণা দেন অরিজিৎ সিং। পোস্টে তিনি লেখেন, গত কয়েক বছরে শ্রোতাদের কাছ থেকে যে বিপুল ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। একই সঙ্গে জানিয়ে দেন, প্লে-ব্যাক কণ্ঠশিল্পী হিসেবে আর কোনো নতুন কাজ গ্রহণ করবেন না। তাঁর কথায়, এখানেই শেষ হচ্ছে এই অধ্যায়, যা ছিল এক অসাধারণ সফর।

এই ঘোষণার পর থেকেই অনুরাগীদের মনখারাপ স্পষ্ট হয়ে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে। বিদায় না নেওয়ার আর্জি থেকে শুরু করে আবেগঘন বার্তায় ভরে ওঠে অনুরাগীদের পোস্ট। পাশাপাশি প্রতিক্রিয়া জানান বিনোদন জগতের বহু তারকাও।

তবে সবার থেকে আলাদা অবস্থান নিলেন শ্রেয়া ঘোষাল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি লেখেন, এটি অরিজিতের জীবনের এক নতুন অধ্যায়ের শুরু। তিনি ভীষণভাবে উত্তেজিত এই ভেবে যে, আগামী দিনে অরিজিৎ শ্রোতাদের জন্য কী নতুন উপহার নিয়ে আসবেন। শ্রেয়ার স্পষ্ট বক্তব্য, তিনি একে কোনোভাবেই একটি যুগের সমাপ্তি হিসেবে দেখছেন না। তাঁর মতে, অরিজিতের মতো শিল্পীকে কোনো নির্দিষ্ট গণ্ডি বা প্রচলিত সূত্রের মধ্যে বেঁধে রাখা যায় না। এখন সময় আরও উঁচুতে ওড়ার।



শ্রেয়ার এই মন্তব্যে স্পষ্ট হয়ে ওঠে, অরিজিতের সিদ্ধান্তকে তিনি দেখছেন স্বাধীন সৃষ্টিশীলতার পথে এগিয়ে যাওয়ার সাহসী পদক্ষেপ হিসেবে।

এরই মধ্যে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের এক্স হ্যান্ডেলে প্লে-ব্যাক থেকে সরে দাঁড়ানোর কারণও ব্যাখ্যা করেছেন অরিজিৎ সিং। তিনি জানান, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। দীর্ঘদিন ধরেই তিনি বিষয়টি নিয়ে ভাবছিলেন। তাঁর ভাষায়, তিনি খুব দ্রুত একঘেয়েমিতে ভোগেন এবং এবার বেঁচে থাকার জন্য ভিন্ন ধরনের সঙ্গীত নিয়ে কাজ করতে চান। পাশাপাশি নতুন শিল্পীদের জন্য জায়গা করে দেওয়ার কথাও উল্লেখ করেন এই জনপ্রিয় গায়ক।

খবর অনুযায়ী, সালমান খানের বহুল আলোচিত ছবি ‘ব্যাটেল অফ গলওয়ান’ হতে পারে অরিজিতের শেষ প্লে-ব্যাক কাজ। এই ছবির একটি ঝলক ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন সালমান খান নিজেই। যদিও অনুরাগীদের একটাই প্রার্থনা, প্রিয় গায়ক যেন শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে পরিবর্তন আনেন।

এখন সবার অপেক্ষা একটাই কোন নতুন পথে, কোন নতুন সুরে অরিজিৎ সিং আবার চমকে দেবেন শ্রোতাদের।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একটি দল জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করছে: নাহিদ ইসলাম Jan 29, 2026
img
তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত ৪ জনের প্রাণহানি হয়েছে: প্রেস সচিব Jan 29, 2026
img
পর্তুগালে শক্তিশালী ঝড়ে প্রাণ গেল ৫ জনের, বিদ্যুৎ বিচ্ছিন্ন ৮ লাখের বেশি বাসিন্দা Jan 29, 2026
img
দেশে পৌঁছেছে প্রবাসীদের ৫৫ হাজার ৩৪১টি পোস্টাল ব্যালট Jan 29, 2026
img
অর্থ পাচারের অপরাধে অভিযুক্ত ‘গানবাংলা’র তাপসকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত Jan 29, 2026
img
রুমিন ফারহানার পক্ষে প্রচারণা করায় বিএনপির ইউনিয়ন কমিটি স্থগিত Jan 29, 2026
img
আগে ’৭১ নিয়ে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল Jan 29, 2026
img
শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় মাউশির নতুন নির্দেশনা জারি Jan 29, 2026
img
ভারতই চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক: আশরাফুল Jan 29, 2026
img
ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা অনুমোদন ইউরোপের Jan 29, 2026
img
শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসি প্রত্যাহার Jan 29, 2026
img
কে এই ভাইরাল সৌন্দর্যবিষয়ক চিকিৎসক? Jan 29, 2026
img
মায়েদের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড চাই না: জামায়াত আমির Jan 29, 2026
img
তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা লড়ে যাব: জামায়াত আমির Jan 29, 2026
img
রিট খারিজ, শুক্রবারই হচ্ছে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা Jan 29, 2026
img
হিটের পর নিঃশব্দ, রহস্যময় পরিচালক মোহিত সুরি! Jan 29, 2026
img
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় মধ্যস্থতার প্রস্তাব দেবে তুরস্ক Jan 29, 2026
img
চানখারপুলে ৬ হত্যা: আসামিদের সাজা বৃদ্ধির আপিল করেছে প্রসিকিউশন Jan 29, 2026
img
ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিল সরকার Jan 29, 2026
img
দেশ পরিচালনার জন্য হাতপাখা প্রতীকে ভোট দিন : রেজাউল করীম Jan 29, 2026