ভারত চায়নি বাংলাদেশ বিশ্বকাপ খেলুক। যার জন্য আইসিসি এমন আচরণ করেছে। এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। ভারতের দাদাগিরির বিরুদ্ধে বাংলাদেশ যেভাবে প্রতিবাদ করেছে, একইভাবে অন্যদেশগুলোরও এগিয়ে আসা উচিত বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় নির্বাচনের পর আঞ্চলিক ক্রিকেট সম্পর্কের উন্নতি হবে বলে বিশ্বাস তার। সাকিব দেশে ফিরলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলা সম্ভব বলেও মত আশরাফুলের।
সবকিছু ঠিক থাকলে, বাংলাদেশ ক্রিকেট দলের এ সময় ব্যস্ত থাকার কথা ছিল বিশ্বকাপ নিয়ে। জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলও প্রথমবার কোচের দায়িত্বে থাকতেন বিশ্বকাপ মঞ্চে। সেই রোমাঞ্চ, স্বপ্ন শেষ হয়ে গেছে ভারতের দাদাগিরির কাছে।
বিসিবি ও বাংলাদেশ সরকার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে টাইগারদের বিশ্বকাপ মঞ্চে পাঠাতে। তবে আইসিসির উপর ভারতের অনৈতিক খবরদারির কারণে বাংলাদেশ খেলতে পারছে না বিশ্বকাপ, মত আশরাফুলের।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভারতই আসলে চায়নি আমরা বিশ্বকাপটা খেলি। আইপিএল কিন্তু বিশ্বকাপের পরে। মোস্তাফিজের যে ইস্যুটা, এটা কিন্তু বিশ্বকাপের পরে দুই ক্রিকেট বোর্ড বসে সুন্দরভাবে সমাধান করতে পারতো। তারা এমন সময় করেছেন, যেকোনো দেশই এমন প্রতিক্রিয়া দেখাবে। এই প্রথম কোলকাতা তাকে (মোস্তাফিজকে) প্রাপ্য সম্মানিটা দিচ্ছিলো, তখনই আপনি বলছেন যে সম্ভব না, নিরাপত্তা দিতে পারবেন না। আপনি আবার চাচ্ছেন বাংলাদেশ দল সেখানে বিশ্বকাপ খেলতে যাবে। আমার মনে হয়, ভারতের সরকার বা ক্রিকেট বোর্ডই পুরো খেলাটা খেলেছে।’
ভারত-পাকিস্তান রাজনীতিকে টেনে এনেছে ক্রিকেট মাঠে। অন্যায় ভাবে বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে না দেয়া বিশ্বকে দেখিয়ে দিয়েছে ক্রিকেটে কিভাবে অন্যায্য হস্তক্ষেপ করছে ভারত। সমাধান না করলে কঠিন সময় আসবে সামনের দিনে। তাই অন্যদেরও এগিয়ে আসার আহ্বান অ্যাশের।
তিনি বলেন, ‘২০০৮ সাল থেকে আইপিএল হচ্ছে। এ টুর্নামেন্টের সময় দুমাস আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ থাকে। কোনো দেশই আন্তর্জাতিক ম্যাচ খেলে না, ম্যাচই হয় না। অবশ্যই তারা আধিপত্য করছে, এটা আমরা সবাই জানি। আইসিসির ওপর ভারতের ক্রিকেট বোর্ড বা সরকার আধিপত্য করে, এটা স্বাভাবিক। বাংলাদেশ এবার যা করেছে, সবাই যদি নিজেদের জায়গা থেকে এভাবে প্রতিবাদ করে, একদিন তো বের হওয়া সম্ভব হবে।’
সাকিবকে আনুষ্ঠানিক বিদায় জানাতে দেশে ফেরানোর চেষ্টা করছে বিসিবি। আশরাফুলও বিশ্বাস করেন জাতীয় নির্বাচনের পর সাকিব ফিরতে পারেন দেশে। শুধু একটা সিরিজ নয়, আরও কয়েক বছর খেলার সম্ভাবনাও দেখেন সাবেক এই অধিনায়ক।
তিনি বলেন, ‘একজন খেলোয়াড় যদি একটি ফরম্যাট ধরে খেলতে চায়, সে সহজেই ৪০-৪২ বছর বয়স পর্যন্ত খেলতে পারে। সাকিব যদি চায় এবং সে তার সমস্যাগুলো যদি সমাধান করতে পারে, আমি নিশ্চিত জাতীয় নির্বাচনের পর সে এবং ক্রিকেট বোর্ড সমস্যাগুলো সমাধান করতে পারবে। সে যদি চায় ২০২৭ বিশ্বকাপ সহজেই খেলতে পারবে।’
কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ মিস হলেও, আফসোস নেই। বোর্ড আশরাফুলকে ব্যাটিং কোচ রাখতে যাচ্ছেন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।
আরআই/টিকে