রুপোলি পর্দার ঝলমলে আলো ও নিখুঁত মেকআপের আড়ালে মিমি চক্রবর্তী একেবারেই সাধারণ। এই সাধারণত্বকে তিনি বহুবার প্রমাণ করেছেন। কখনও পোষ্যদের সঙ্গে সময় কাটানো, কখনও নিজে হাতে রান্না করা বা বাগানের যত্ন নেওয়া এই সবই তার দৈনন্দিন জীবনের অংশ। সম্প্রতি নিজের এক অদ্ভুত অথচ মজার শখের কথা প্রকাশ করে নেটদুনিয়াকে চমকে দিয়েছেন মিমি।
অভিনেত্রী জানিয়েছেন, ঘরের কাজের মধ্যে তাঁর সবচেয়ে প্রিয় কাজ হল বাসন মাজা। শুনতে অবাক লাগলেও, এই কাজেই তিনি মানসিক শান্তি খুঁজে পান। বড় পর্দায় যতটা গ্ল্যামারাস এবং আত্মবিশ্বাসী দেখা যায়, বাস্তব জীবনে তিনি ঠিক ততটাই সহজ সরল। শুটিংয়ের ব্যস্ততা না থাকলে ঘরের ছোটখাটো কাজ নিজে হাতে করতে ভালোবাসেন মিমি। রান্না করা, ঘর গুছিয়ে রাখা, বাগান পরিষ্কার এই কাজগুলো তাঁকে মাটির কাছাকাছি থাকতে শেখায় এবং ক্লান্ত মনকে হালকা করে দেয়। তারকা জীবন আর ঘরোয়া জীবনের এই ভারসাম্যই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
সম্প্রতি একটি পডকাস্টে শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে মিমি জানালেন, ছোটবেলা থেকেই বাসন মাজতে তাঁর দারুণ ভালো লাগত। সুযোগ পেলেই রান্নাঘরে ঢুকে পড়তেন, এমনকি এই শখের জন্য মায়ের কাছে বকাও খেতে হয়েছে। ছোট বয়স থেকেই এই অভ্যাস তাঁর মধ্যে এক ধরনের স্বস্তি এনে দিত। তখন নারকেলের ছোবা দিয়েই বাসন মাজা হতো, আর মজা করে মা বলতেন, সারাজীবন বুঝি বাসনই মাজতে হবে। আজ সেই কথাই হাসিমুখে মনে করেন মিমি।
মিমির কাছে এই অভ্যাস কোনো বাধ্যবাধকতা নয়, বরং আনন্দের অংশ। নিজের শর্তে বাঁচতে এবং ছোট ছোট কাজের মধ্যেই সুখ খুঁজে নিতে তিনি অভ্যস্ত। জনপ্রিয়তার শীর্ষে থেকেও সাধারণত্বকে আঁকড়ে ধরে রাখাই তাঁর জীবনের দর্শন। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেল, আর ছবির প্রচারের মাঝেই ভাইরাল হয়েছে তাঁর এই ভিডিও। মিমির ঘরোয়া দিক আবারও মন জিতে নিয়েছে অনুরাগীদের।
পিআর/টিকে