বলিউড ও বাংলার সংগীতপ্রেমীদের জন্য তোলা পড়ে গেছে এক অপ্রত্যাশিত খবর। জনপ্রিয় প্লেব্যাক শিল্পী অরিজিৎ সিং ঘোষণা করলেন, তিনি আর প্লেব্যাক গাইবেন না। এই ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই, মন ভারাক্রান্ত অনুরাগীদের চোখেও দেখা গেছে বিষণ্ণতা।
অরিজিতের এই সিদ্ধান্তকে ঘিরে সঙ্গীতজগৎও চুপ নেই। গায়িকা রূপরেখা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “প্রথমত মেনে নিতে পারছি না যে ও প্লেব্যাক থেকে সরে আসছে। এতদিন বিভিন্ন ধরনের গান শুনতে অভ্যস্ত হয়ে গিয়েছি। সিনেমার গান এবং তার কণ্ঠের সংযোগ ভেঙে যাওয়ায় খুব খারাপ লাগছে।”
রূপরেখা বলেন, যদিও তিনি মন খারাপ, তবুও তিনি বুঝতে পারছেন অরিজিৎ স্বাধীনভাবে মিউজিক নিয়ে কাজ চালিয়ে যাবেন। “ও প্রচণ্ড ক্রিয়েটিভ এবং এক্সপেরিমেন্টাল। একেকটা গান একেকভাবে গায় এবং আরও ভালো গান গাওয়ার চেষ্টা চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস,” যোগ করেন তিনি।
গায়িকা মনে করেন, সম্ভবত দীর্ঘ সময়ের সাফল্যের চাপে আর জনসম্মুখে অতিরিক্ত চাপের কারণে অরিজিৎ এই সিদ্ধান্ত নিয়েছেন। মানুষ যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, তখন কখনও কখনও শান্তির খোঁজে একা থাকতে ইচ্ছা করে। রূপরেখা আশা প্রকাশ করেছেন, অরিজিৎ কিছু সময়ের বিশ্রামের পর হয়তো আবার প্লেব্যাক গানে ফিরে আসবেন।
এভাবেই অরিজিৎ সিংয়ের ১৫ বছরের সুরেলা সফরকে নতুন ধাপ দিতে যাচ্ছে তার এই সিদ্ধান্ত। প্লেব্যাক না গাওয়ার ঘোষণার মধ্যেও শিল্পীর স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অনুরাগী ও সহকর্মীরা।
পিআর/টিকে