দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা নাগার্জুনা সম্প্রতি এক চমকপ্রদ মন্তব্য করেছেন, যা নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। তিনি প্রকাশ করেছেন, “টাবু নিজ থেকে চাইছে আমার ১০০ তম সিনেমার অংশ হতে।” দক্ষিণী সিনেমার শীর্ষস্থানীয় এই অভিনেতার ১০০তম সিনেমা হিসেবে কোন প্রকল্পটি হবে, তা ইতিমধ্যেই চলচ্চিত্র মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
নাগার্জুনা বলেন, তিনি দীর্ঘ ৩ দশকের বেশি সময় ধরে সিনেমায় কাজ করে চলেছেন এবং এই মাইলফলকটি তাঁর জন্য বিশেষ। তাই ১০০তম সিনেমায় বিশেষ অভিনেত্রী এবং শক্তিশালী কাস্টিং রাখতে তিনি গুরুত্ব দিয়েছেন। এই প্রেক্ষাপটে বলিউডের প্রখ্যাত অভিনেত্রী টাবুর আগ্রহ প্রকাশ সিনেমার চমক আরও বাড়িয়েছে।
তিনি জানান, সিনেমার কাহিনি ও চরিত্র দুটোই এমনভাবে তৈরি হয়েছে, যাতে টাবুর মতো অভিজ্ঞ অভিনেত্রী স্বাভাবিকভাবে গল্পের সঙ্গে মানিয়ে নিতে পারেন। নাগার্জুনার মতে, এই সিনেমা শুধু তাঁর অভিনয় জীবনের একটি মাইলফলক নয়, বরং দর্শকদের জন্যও স্মরণীয় হবে।
টাবুর আগ্রহ প্রকাশ এবং নাগার্জুনার উচ্ছ্বাস মিলিয়ে চলচ্চিত্রটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। চলচ্চিত্রপ্রেমীরা এখন থেকেই কৌতূহল প্রকাশ করছেন, সিনেমাটি মুক্তি পাওয়ার পর কিভাবে দুই সুপারস্টার একসঙ্গে পর্দায় ক্যামিস্ট্রি দেখাবেন।
পিআর/টিকে