বলিউড বাদশা শাহরুখ খান সম্প্রতি মুম্বই বিমানবন্দরে নিরাপত্তা চেকের সময় নজর কেড়েছেন। বৃহস্পতিবার ভোরে খুব তাড়াহুড়ো করে বিমানবন্দরে প্রবেশের সময় শাহরুখকে সিকিউরিটি চেকের মুখোমুখি হতে হয়। পরিচয়পত্র দেখানোর পরও নিরাপত্তারক্ষীরা তাঁর রোদচশমা খুলতে বলেন। সেই সময় কিং খান সম্পূর্ণ ধৈর্য্য ধরে নির্দেশ মেনে চশমা খুলেন এবং তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত শান্তভাবে অপেক্ষা করেন।
শাহরুখের আচরণে মুগ্ধ হন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও। তল্লাশি শেষে তিনি একজন নিরাপত্তারক্ষীর পিঠও আলতো চাপড়ে দেন। তাঁর এই নম্র এবং বিনয়ী মনোভাবের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। নেটিজেনরা শাহরুখকে অনুরাগী ও ভক্তদের ‘বাদশা’ বলে উল্লেখ করছেন। তবে কিং খানের গন্তব্য সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি।
এই ঘটনার আগে ৯/১১-এর পর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নেব্রাস্কা বিমানবন্দরে শাহরুখকে দু’ঘণ্টা আটক করে কড়া তল্লাশি চালানো হয়েছিল। সেই অভিজ্ঞতা এখনও আলোচনার বিষয়। বিমানবন্দরে এ ধরনের পরিস্থিতিতেও ধৈর্য্য ও বিনয়ী আচরণে শাহরুখ খান অনুরাগীদের নজর কেড়েছেন।
পিআর/টিকে