ক্রেমলিন বৃহস্পতিবার জানিয়েছে, দুই দেশের মধ্যে অবশিষ্ট শেষ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিধান এক বছরের জন্য অনানুষ্ঠানিকভাবে সম্প্রসারণের বিষয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জন্য এখনো অপেক্ষা করছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি নিউ স্টার্ট চুক্তির মেয়াদ শেষ হলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে আইনি কাঠামোর মধ্যে একটি গুরুতর শূন্যতা সৃষ্টি হতে পারে।
২০১০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা ও দিমিত্রি মেদভেদেভের মধ্যে স্বাক্ষরিত নিউ স্টার্ট চুক্তিটি পারমাণবিক যুদ্ধের ক্ষেত্রে একে অপরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক কেন্দ্র লক্ষ্য করে ব্যবহৃত কৌশলগত অস্ত্রের ওপর উভয় পক্ষের জন্য সীমা নির্ধারণ করে।
চুক্তি অনুযায়ী, উভয় পক্ষের মোতায়েনকৃত কৌশলগত পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা সর্বোচ্চ এক হাজার ৫৫০টিতে সীমাবদ্ধ রাখা হয়েছে এবং এগুলো বহনের জন্য ভূমি বা সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের সংখ্যা ৭০০টির বেশি হতে পারবে না।
এমআর/টিকে