ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, জামায়াত নেতৃত্ব হাতে নিয়ে আমাদের ব্যবহার করতে চেয়েছিল; শরিয়া বাস্তবায়ন না হওয়ায় জোটে যায়নি।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে বলেছি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হলে এই দায় কোনোক্রমে এড়াতে পারবেন না; নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা হতাশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রংপুর নগরীর টাউনহল চত্বরে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দলটির আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সৈয়দ রেজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে জয়লাভ করতে পারলে দেশে কোনো দুর্নীতি থাকবে না।
এসময় বরিশালের ভোলায় নারীকর্মীদের ওপর হাত তোলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে জানিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্য মুফতি রেজাউল করিম বলেন, গত ৫৪ বছরে কোনো কল্যাণ পায়নি বাংলাদেশের মানুষ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতা গেলে কৃষিক্ষেত্র থেকে শুরু সব ক্ষেত্রে উন্নয়ন বঞ্চিত হবে না বাংলাদেশের মানুষ বলেও আশ্বাস দেন তিনি।
এসময় হাতপাখার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ রেজাউল করিম।
টিজে/টিকে