ধারাবাহিক থেকেই বড়পর্দা সব জায়গাতেই নিজের অভিনয় দক্ষতা ও প্রভাব প্রমাণ করেছেন জীতু কমল। দর্শকদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে সংযোগ গড়েছেন, তা তাকে আরও আলাদা স্থান দিয়েছে। বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এ নিয়মিত অভিনয় করছেন। পাশাপাশি শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তাঁর দুটি ছবি।
সম্প্রতি জীতুর একটি পোস্ট ঘিরে ভক্ত মহলে চরম উদ্বেগ দেখা দিয়েছে। ২৮ জানুয়ারি সন্ধ্যায় একগুচ্ছ বইয়ের সামনে দাঁড়িয়ে তিনটি ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, “এক দিস্তা বই দিও, যাতে চিতায় কাঠের দরকার না পড়ে।” বইয়ের প্রতি তাঁর গভীর ভালোবাসা নতুন কিছু নয়, তবে এই লিখনকে কেউ কেউ শেষ যাত্রার ইঙ্গিত হিসেবে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কমেন্ট বক্সে দেখা যাচ্ছে, অনেকে বলেছেন, বইকে সঙ্গী করার এই ভাবনা অনবদ্য, কিন্তু এমন সংবেদনশীল কথা শুনে কষ্ট হয়।
অন্যদিকে, জীতু এখন কাজের মধ্যেই ব্যস্ত। অগ্নিদেব চট্টোপাধ্যায় পরিচালিত চোর ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এছাড়া শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে আরও একটি ছবির কাজেও তিনি নিযুক্ত। টানা কাজের চাপের কারণে কিছুদিন অসুস্থও হয়েছিলেন, তবে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কাজে ফিরেছেন। ভক্তরা তাঁর পূর্ণ শক্তিতে ফিরে আসার অপেক্ষায় আছেন।
জীতুর এই সোশ্যাল মিডিয়ার ইঙ্গিত ও কাজের ব্যস্ততা একসঙ্গে দর্শকদের মনে যে সংবেদন সৃষ্টি করেছে, তা প্রমাণ করে, শুধুমাত্র পর্দার নায়কই নন জীবনের ভাবনাগুলো শেয়ার করেও তিনি দর্শকের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ তৈরি করতে সক্ষম।
পিআর/টিকে