আওয়ামী লীগের উন্নয়নের বার্তা পদ্মা সেতু পর্যন্ত পৌঁছে ছিল, রাঙ্গুনিয়ায় আসেনি উল্লেখ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের বলেন, ‘সামনের পাঁচ বছর জনগণের পরামর্শ নিয়ে উন্নয়ন কাজ পরিচালনা করা হবে।’
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে রাঙ্গুনিয়ার লালানগর ইউনিয়নে ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী পক্ষে এক বিশাল গণমিছিল শেষে দক্ষিণ রাংগুনিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘গত ১৭ বছর রাঙ্গুনিয়া ছিল সবচেয়ে অবেহেলিত, রাস্তাঘাটগুলো দিয়ে গাড়িতে চরলে মাথা ব্যথা হয়ে যেত, সরকারি হাসপাতাল ভবনটি যেই কোনো মুহূর্তে ভেঙ্গে পড়বে বলে মনে হত। ১৭ বছর এত উন্নয়নের বয়ান শুনলাম, এই উন্নয়ন রাঙ্গুনিয়াতে বাত্তি দিয়েও খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, ‘জরাজীর্ণ রাঙ্গুনিয়াকে আমরা আবার গড়ে তুলব। আমার বাবা এই রাঙ্গুনিয়ার মানুষের জন্যে লড়ে গেছেন। আমিও বাবার পথ অনুসরণ করে এই জনপদ গড়ে তুলব ইনশাআল্লাহ।’
এ সময় তিনি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা সবাই বেগম খালেদা জিয়াকে ১২ তারিখ একটা সালাম দিবেন সেটা কিভাবে, ধানের শীষে একটা ভোট দিয়ে। আজকের এই সমাবেশ ও গণমিছিল প্রমাণ করে দিয়েছে, রাঙ্গুনিয়ায় ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জয় হবে।’
হুম্মাম বলেন, ‘সালাউদ্দিন কাদের চৌধুরী নির্দোষ ছিলেন, তাকে হত্যা করা হয়েছে, তার সঙ্গে অন্যায় হয়েছে। এখানে যারা যারা উপস্থিত আছি, সবাই ১৭ বছর ধরে ন্যায় বিচারের জন্য, বেঁচে থাকার জন্য এবং নিজের বাড়িতে এক রাত শান্তিতে ঘুমানোর জন্য লড়াই করেছি। এই ১২ তারিখ আমরা যে ভোট দিতে পারবো, এই ভোটের জন্য আমরা লড়াই করেছি।’
সমাবেশে জনতার কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা যারা এতো বছর ধরে লড়াই করেছেন, আর দুই সপ্তাহ মাঠে থেকে লড়াই করতে হবে। লড়াই করতে হবে ভোটের জন্য, নতুন বাংলাদেশ গড়ার জন্য।’
পিএ/টিএ