চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, চট্টগ্রামকে একটি সম্প্রীতিপূর্ণ, শান্তিপূর্ণ ও মানবিক নগরী হিসেবে গড়ে তুলতেই রাজনীতি করছি।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৩টায় নগরীর সাগরিকা মোড়ে থেকে শুরু করে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় এ কথা বলেন তিনি। এ সময় তিনি স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক চাহিদার কথা শোনেন।
সাঈদ আল নোমান বলেন, চট্টগ্রাম সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষের মিলনস্থল। এখানে বিভাজন নয়, সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রয়োজন। আমি বিশ্বাস করি, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে ঐক্য সৃষ্টি করাই সবচেয়ে বড় দায়িত্ব।
তিনি আরও বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়; মানুষের নিরাপত্তা, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক মর্যাদা নিশ্চিত করাও উন্নয়নের অংশ। আমি কথা নয়, কাজে বিশ্বাসী। এই লক্ষ্য নিয়েই আমি রাজনীতিতে আছি।
এসএস/এসএন