যশোর মনিরামপুর সড়কের সতিঘাটা বেলতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, নিহত ব্যক্তি মুরগী বহনকারী একটি গাড়ি নিয়ে যশোরের দিকে আসছিলেন। পথে সতিঘাটা বেলতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার গাড়িতে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে গাড়ি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় মাহিন্দ্রাচালক আব্দুর রাজ্জাক আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। তার বয়স ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিএ/টিএ