শাপলা কলিতে ভোট চাইছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) আহবায়ক নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ঢাকা-১১ আসনের আফতাবনগরে গণসংযোগ করছেন ১১ দলীয় জোট মনোনীত এ প্রার্থী।
এ সময় ভোটারদের কাছে গিয়ে নির্বাচিত হলে কেমন বাংলাদেশ গড়বেন এ বিষয়ে কথা বলেন নাহিদ। পাশপাশি, গণভোটে 'হ্যাঁ' দিলে দেশে কী কী পরিবর্তন হবে, সে বিষয়ে ধারণা দেন তিনি।
তবে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, বড় একটি রাজনৈতিক দল আচরণবিধি ভঙ্গ করছে। নির্বাচন কমিশন (ইসি) ও পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নন তিনি।
এ আসনের ভোটাররা নাহিদ ইসলামের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।
টিজে/এসএন