বলিউডের সুপরিচিত নায়ক অক্ষয় কুমারকে নিয়ে নতুন বিতর্ক। প্রযোজক শৈলেন্দ্র সিং সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, অক্ষয় অভিনয়ের আগে ব্যবসায়ী মনের মানুষ। টাকাপয়সা তার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ, তার পরে সব কিছু।
২০০৯ সালে শৈলেন্দ্র প্রযোজনা করেছিলেন ‘৮x১০ তসবীর’ ছবিটি, যার মধ্যে অভিনয় করেছিলেন অক্ষয়। ছবিটি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ে এবং প্রযোজককে প্রায় ৮৫ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হয়। শৈলেন্দ্র জানিয়েছেন, প্রাথমিক বাজেট ছিল ৩০–৩৫ কোটি টাকা, কিন্তু শুটিংয়ে স্থান বদলের কারণে খরচ বেড়ে যায়। ছবির মুক্তির সময় অক্ষয়ের ‘সিং ইজ় কিং’ ছবিটি ঝড় তুলায়, আর ‘৮x১০ তসবীর’ ব্যর্থ হয়।
প্রযোজক শৈলেন্দ্র দাবি করেছেন, ছবির ব্যর্থতার পর অক্ষয়কে ফেরত চাইতে গিয়ে একটি টাকাও পাননি। তিনি বলেন, “আমি বলেছিলাম, ভাই, তোমার ছবি কেউ দেখতে আসেনি। তোমাকে কিছু দায়িত্ব নিতে হবে। অনেক টাকা নিয়েছ, কিন্তু কোনও টাকা ফেরত পাইনি। অবশেষে আমি ছবি বানানোই বন্ধ করে দিই।”
শৈলেন্দ্র জানিয়েছেন, অক্ষয় ব্যক্তি হিসেবে ভালো মানুষ, কিন্তু টাকার বিষয়ে অগ্রাধিকার দেওয়াই তার প্রথম নীতি। এই ঘটনা বলিউডে ব্যবসায়িক জগৎ এবং নায়কত্বের মিশ্র পরিস্থিতি তুলে ধরেছে।
পিআর/এসএন