বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ ফিরছে তৃতীয় অংশ নিয়ে। তবে শুটিং শুরু না হওয়ার খবর দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। বিশেষত অভিনেতা পরেশ রাওয়াল এবং সুপারস্টার অক্ষয় কুমারের নাম জড়িত হয়ে গিয়েছিল নানা গুঞ্জনে। শোনা গিয়েছিল, পরেশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার মামলা দায়ের করেছে অক্ষয়ের প্রযোজনা সংস্থা। কিন্তু সেই সব খবর পরেশ নিজেই নস্যাৎ করেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল স্পষ্ট জানালেন, ছবির শুটিং শুরু না হওয়ার সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। তিনি বলেন, “অনেক কথাই তো শুনেছি। অক্ষয়ের সংস্থা নাকি আমার বিরুদ্ধে ২৫ কোটির টাকার মামলা দায়ের করেছে। কিন্তু যা ঘটেছে তার চেয়ে আলোচনা হয়েছে বেশি।” আসল সমস্যা ছিল প্রযোজনা সংস্থা এবং অক্ষয়ের মধ্যে। এ সমস্যার সমাধান হলেই পরেশ চুক্তিতে সই করবেন। আশা করা যাচ্ছে, ফেব্রুয়ারি বা মার্চেই শুটিং শুরু হবে।
‘হেরা ফেরি ৩’-এর পরিচালনা করছেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন। তবে এই অংশের স্বত্বাধিকার এবার কিনে নিয়েছেন অক্ষয় কুমার। শুটিং মূলত তাঁর প্রযোজনায় তৈরি হচ্ছিল। অক্ষয়, সুনীল শেঠি এবং পরেশকে নিয়ে শুটিং শুরু হয়েছিল গত বছরের এপ্রিল মাসে। কিন্তু হঠাৎ পরেশের সরে দাঁড়ানোর ঘোষণা সব পরিকল্পনা ভেঙে দেয়। এরপর থেকেই একের পর এক জটিলতা তৈরি হয়।
পরেশ নিজেই পরে আবার ছবিতে ফেরার সুখবর দিয়েছেন। এখন দেখার বিষয়, প্রযোজনা সংস্থার সমস্যা সমাধান হয়ে কখন সত্যিই শুটিং শুরু হয়। এর মধ্যেই গুঞ্জন এবং জনমনে কৌতূহলও কমছে না।
পিআর/এসএন