অস্ট্রেলিয়ার পেস আক্রমণের অন্যতম ভরসা মিচেল স্টার্কের আজ জন্মদিন। ১৯৯০ সালের ৩০ জানুয়ারি জন্ম নেওয়া এই বাঁহাতি ফাস্ট বোলার আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সময়ের অন্যতম ভয়ংকর বোলার হিসেবে।
অস্ট্রেলিয়ার জার্সিতে এখন পর্যন্ত ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন স্টার্ক। তিন ফরম্যাট মিলিয়ে তার শিকার ৭৫৯টি উইকেট, যা তার ধারাবাহিকতা ও বিধ্বংসী বোলিংয়ের স্পষ্ট প্রমাণ। টি-টোয়েন্টি ক্রিকেটে তার উইকেট সংখ্যা ২১৭, যেখানে গতি ও সুইং দিয়ে বহু ব্যাটারকে নাকাল করেছেন তিনি।
শুধু উইকেট নয়, ম্যাচ জেতানো পারফরম্যান্সেও অনন্য স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেটে তার নামের পাশে রয়েছে ২৭টি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। ব্যাট হাতেও অবদান রেখেছেন এই পেসার—আন্তর্জাতিক ক্রিকেটে তার সংগ্রহ ৩ হাজার ১৫৯ রান।
দলের সাফল্যের ক্ষেত্রেও স্টার্ক ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) জয়ের স্বাদ পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সাফল্য এসেছে তার ঝুলিতে—আইপিএল শিরোপাও জিতেছেন এই তারকা পেসার।
জন্মদিনে তাই মিচেল স্টার্ককে শুভেচ্ছা জানাতে ক্রিকেটপ্রেমীদের কণ্ঠে একটাই কথা—গতি, আগ্রাসন আর সাফল্যের নাম স্টার্ক।
টিজে/এসএন