ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।
পোস্টে শেখ তানভীর বারী হামিম উল্লেখ করেন, সাদিক কায়েম গতকাল এক বক্তব্যে বলেছেন— “হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সাথেও সেভাবে DEAL করবো।”
এ প্রসঙ্গে তিনি লেখেন, “সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত ‘চুক্তি’ করাকে বোঝায়। তবে, এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছে না।”
তিনি আরও বলেন, “ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা শ্লোগান দিয়ে হলে থেকে কিম্বা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবেনা। কেননা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোন গুপ্ত, কোন ভণ্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।”
পোস্টে ছাত্রদলের অতীত আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত দল আমরা।
সাদিক কায়েমের বক্তব্যের সমালোচনা করে শেখ তানভীর বারী হামিম আরও বলেন, আপনার কথায় এখনো ফ্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ্যাসিবাদী শক্তির সাথে কোন DEAL করেছেন কিনা জানতে ইচ্ছে করে।
তিনি যোগ করেন, ফ্যাসিবাদের খেয়েছেন, DEAL বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে / DEAL করে রাজনীতি করিনি।
পোস্টের শেষ অংশে তিনি লেখেন, মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ্য উত্তরসূরি হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোন রাষ্ট্রে যেতে হবে।
টিজে/এসএন