জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেল পৌনে ৪টায় রংপুরের পীরগঞ্জ বাবনপুরে উপস্থিত হয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যানের একান্ত সচিব এ বিএম আব্দুস সাত্তার।
এ বিষয়ে রংপুর পীরগঞ্জ-৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিকেলে পীরগঞ্জে আসবেন।
সেখানে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেবেন তিনি। এরপর তারেক রহমান রংপুরের কালেক্টরেট ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
এদিকে তারেক রহমানের সফরকে ঘিরে ইতিমধ্যে জেলা ও মহানগর বিএনপির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই সফর রংপুরে বিএনপির জন্য ‘টনিকের মতো’ কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। তারেক রহমানের আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
তারেক রহমানের নির্বাচনী জনসভাকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করে দিয়েছে। ইতোমধ্যে মাঠ পরিদর্শন করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।
এমআই/এসএন