যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষারঝড়ের রেশ কাটতে না কাটতেই আরও একটি শীতল ঝড় ধেয়ে আসছে। ‘বম্ব সাইক্লোন’ নামে সৃষ্ট এই ঝড় আগামী ১ ফেব্রুয়ারি হামলে পড়বে। এতে ২০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর।
এর প্রভাবে ফ্লোরিডাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় স্টেট হয়ে নিউইয়র্ক ও নিউইংল্যান্ড এলাকা তথা উত্তর-পূর্বাঞ্চলীয় স্টেটগুলোতে তুষারপাত হতে পারে।
আগামী রোববার শুরু হওয়া এই ঝড়ের তাণ্ডব পরদিন সোমবার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। হিমাঙ্কের ১৯ ডিগ্রি নিচে অসহনীয় তাপমাত্রার মধ্যেই আরেকটি ভয়ংকর তুষারঝড়ের পূর্বাভাস ২২ কোটির অধিক মানুষকে চিন্তায় ফেলেছে। ঝড়টি ফ্লোরিডা থেকে টেক্সাস-আলাবামা-টেনেসি-ভার্জিনিয়া-ক্যারলিনা-ওয়াশিংটন ডিসি-পেনসিলভেনিয়া-নিউজার্সি-নিউইয়র্ক-কানেকটিকাট-ম্যাসাচুসেটস-নিউ হ্যামশায়ার-রোড আইল্যান্ড-মেইন হয়ে কানাডায় পাড়ি দেবে। এ সময় ৩০ মাইল থেকে ৭০ মাইল বেগে তুষারঝড়ের আভাসও দেওয়া হয়েছে।
এদিকে গত ২৪-২৬ জানুয়ারি তুষারঝড়ে ১৫ স্টেটে ৬০ জনের বেশি মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সবচেয়ে বেশি ১১ জনের মৃত্যু হয়েছে নিউইয়র্ক সিটিতে। এছাড়া ইন্ডিয়ানায় ৯, লুইজিয়ানায় ৮, টেনেসিতে ৮, টেক্সাসে ৮, মিসিসিপিতে ৪, পেনসিলভেনিয়ায় ৪, আরকানসাস ২ ও ম্যাসাচুসেটস স্টেটে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কানসাস, কেন্টাকি, মিশিগান, নিউজার্সি, ওহাইও ও সাউথ ক্যারলিনা স্টেটে একজন করে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
তুষারঝড়ের তাণ্ডবে সর্বমোট ১৯ হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তিন দিনের লাগাতার তুষারঝড়ে ক্ষতির পরিমাণ হতে পারে কমপক্ষে ১০০ বিলিয়ন ডলার।
এমআই/এসএন