জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর বনশ্রীতে নির্বাচনী প্রচারণায় তিনি এ কথা বলেন।
নাহিদ বলেন, আমি এই বনশ্রী এলাকায় বড় হয়েছি। আপনাদের জন্য কাজ করতে চাই। আমরা এই এলাকার উন্নয়ন করতে চাই। আমরা যেমন দেশ সংস্কার চাই, তেমনি এই এলাকার সংস্কারও চাই।
তিনি বলেন, ৫ আগস্টের পর হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। হাসিনার আমলে যে রাজনীতি হয়েছে এই রাজনীতি বাংলাদেশে আর হবে না। চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির রাজনীতি বাংলাদেশে আর দেখতে চাই না। আমরা ভূমিদস্যু, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও কোনো অসৎ মানুষকে সংসদে দেখতে চাই না। আমরা ১১ দলের পক্ষ থেকে সেই দুর্নীতি, বৈষ্যমের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
এই এনসিপি নেতা বলেন, এই এলাকায় গ্যাস সংকট, রাস্তা-ঘাট সংস্কারের অভাব রয়েছে। চাঁদাবাজি, মাদক কারবারি সমস্যা রয়েছে। আমরা এই সমস্যা গুলো দূর করবো। আমরা ক্ষমতায় গেলে কোনো সমস্যা পড়লে যে কেউ থানায় গেলে ওসির সহায়তা পাবে।
এসএস/এসএন