আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চট্টগ্রাম বিভাগীয় নির্বাচনী প্রচারণা সফর।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় অংশ নেয়ার মাধ্যমে শুরু হবে তার দিনের কর্মসূচি।
তার জনসভায় অংশ নিতে ভোর থেকেই সভাস্থলে আসতে শুরু করেন ফেনী জেলার নানা প্রান্তের হাজারো মানুষ। জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবার আগেই পূর্ণ হয়ে গেছে পুরো মাঠ।
এরপর জামায়াতের আমির বেলা ১১টায় যাবেন নোয়াখালী, বিকেল সাড়ে ৩টায় যাবেন লক্ষ্মীপুর ও সন্ধ্যা সাড়ে ৬টায় যাবেন কুমিল্লায়।
এমআই/এসএন