বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং আলোচিত পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। গত ২২ জানুয়ারি এই অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৮তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে।
সেই ঘোষণায় সর্বাধিক ১৬টি মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে ‘সিনার্স’ সিনেমা। দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি বিভাগে মনোনীত হয়েছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
৯টি করে মনোনয়ন পেয়েছে ‘মার্টি সুপ্রিম’, ‘ফ্রাঙ্কেনস্টাইন’ ও ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। আর ‘হ্যামনেট’ মনোনীত হয়েছে ৮টি বিভাগে।
আগামী ১৬ মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসবে এই ৯৮ তম উৎসবের চূড়ান্ত আসর। এই আসরে বিশ্ব সিনেমার রথি-মহারথিরা হাজির হবেন।
হাজির হবেন বিশ্বের নানা দেশের বাঘা বাঘা চলচ্চিত্র বোদ্ধা ও সাংবাদিকরাও।
এবারের অস্কার আসরে বাংলাদেশ থেকে হাজির হচ্ছেন সাংবাদিক আল কাছির। ইতোমধ্যে অস্কার এ্যাক্রেডিটেশন বিভাগ থেকে তার আমন্ত্রণপত্র নিশ্চিত করা হয়েছে। আমন্ত্রপন্ত্র পাওয়ার বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে আল কাছির বলেন, সিনেমা বিষয়ক আন্তর্জাতিক বড় বড় সব চলচ্চিত্র উৎসবগুলোর কাভার করার অভিজ্ঞতা আমার রয়েছে।
এবার অষ্কারের মত বড় উৎসবের আমন্ত্রণপত্র পেয়ে দারুণ ভালোলাগা কাজ করছে। আর সেটি যদি হয় প্রথমবারের, তাহলে তো আরো না। যখন জেনেছি আমার আগে বাংলাদেশ থেকে কোনো সাংবাদিক সরাসরি অস্কার কভার করেনি তখন আসলে নিজেই আপ্লুত হয়ে গেছি। বিষয়টা ইতিহাস গড়ার মতো। এটা আমার জন্য গর্বের। সেখানে হাজির হয়ে বিশ্ব সিনেমা নিয়ে আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে।’
২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব কভারের পর আমন্ত্রিত সাংবাদিক হিসেবে ৩৫তম টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কভার করেছেন আল কাছির। এরপর সাংহাই চলচ্চিত্র উৎসব, সৌদি আরবের রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কভার করেছেন তিনি।