নিরাপত্তাশঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ দল। তাদের জায়গায় বিশ্বকাপে জায়গা পেয়েছে স্কটল্যান্ড। বিশ্বকাপের সময়টাতে খেলোয়াড়রা যেন খেলার মধ্যেই থাকে সেই কারণে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে যুব ও ক্রীড়া সচিব মাহবুব-উল-আলম জানিয়েছেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই টুর্নামেন্টটি আয়োজন করবে। ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি কর্তৃক প্রত্যাখ্যাত হওয়ার পর বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করা হলেও লিটন-সৌম্যদের খেলার মধ্যে রাখতেই এই বিকল্প ব্যবস্থা।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সচিব মাহবুব-উল-আলম বলেন, খেলোয়াড়দের আর্থিক বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি অগ্রাধিকার পেয়েছে তাদের নিরাপত্তা। বিসিবি সভাপতি খুব শীঘ্রই এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচি ও পরিকল্পনা সবার সামনে তুলে ধরবেন।
সরকার এটি আয়োজন না করলেও বিসিবিকে সব ধরনের নীতিগত সহায়তা প্রদান করবে। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হলো বিশ্বকাপের অভাব পূরণ করা এবং খেলোয়াড়দের ফিটনেস ও পারফরম্যান্স ধরে রাখা। মূলত, নিরাপত্তার প্রশ্নে ভারত সফরে অনীহা প্রকাশ করায় আইসিসি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছিল, যা দেশের ক্রিকেটে এক ধরনের স্থবিরতা তৈরি করেছিল।
নতুন এই টুর্নামেন্টে কেবল বিশ্বকাপের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াডের ১৫-২০ জন খেলোয়াড়ই নন, বরং দেশের অন্যান্য শীর্ষস্থানীয় বা ‘প্রমিনেন্ট’ ক্রিকেটাররাও অংশগ্রহণের সুযোগ পাবেন। সচিবের মতে, একটি পূর্ণাঙ্গ টুর্নামেন্ট সফল করতে হলে জাতীয় দলের বাইরের প্রতিভাবান ক্রিকেটারদেরও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
টিজে/এসএন