কিউবায় তেল বিক্রি করা দেশের ওপর বাড়তি শুল্ক বসাবেন ট্রাম্প

কিউবার অর্থনীতি ও জ্বালানি খাতের ওপর চাপ আরও জোরদার করতে কঠোর পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি একটি নতুন নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার ফলে কিউবাকে সরাসরি বা পরোক্ষভাবে তেল সরবরাহকারী যে কোনো দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপ করতে পারবে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউস থেকে জারি করা এই আদেশে কিউবা সরকারকে মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য এক ‘অস্বাভাবিক এবং অসাধারণ হুমকি’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপটি এমন এক সময়ে এলো যখন চলতি মাসের শুরুতে মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। ভেনেজুয়েলার তেল খাতের নিয়ন্ত্রণ এখন কার্যকরভাবে ওয়াশিংটনের হাতে থাকায়, কিউবায় দীর্ঘদিনের তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে কিউবা খুব শীঘ্রই পতনের মুখে পড়বে কারণ তাদের কাছে এখন আর ভেনেজুয়েলার তেল বা রাজস্ব পৌঁছানোর সুযোগ নেই।

নির্বাহী আদেশে দাবি করা হয়েছে যে কিউবা রাশিয়া, চীন, ইরান এবং হামাস ও হিজবুল্লাহর মতো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জোটবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। এই পরিস্থিতির মোকাবিলায় মার্কিন বাণিজ্য সচিবকে ক্ষমতা দেওয়া হয়েছে যেন কিউবাকে জ্বালানি সহায়তা দেওয়া দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত 'অ্যাড ভ্যালোরম' বা মূল্যভিত্তিক শুল্ক আরোপ করা হয়। এর ফলে বিশেষ করে মেক্সিকোর মতো দেশগুলো বড় ধরনের চাপের মুখে পড়েছে, যারা বর্তমানে কিউবার অন্যতম প্রধান তেল সরবরাহকারী।

এদিকে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে একটি ‘নৃশংস আগ্রাসন’ বলে অভিহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, কিউবাকে হুমকি হিসেবে দেখানোর জন্য যুক্তরাষ্ট্র মিথ্যার আশ্রয় নিচ্ছে। দীর্ঘ ৬৫ বছরেরও বেশি সময় ধরে চলে আসা অর্থনৈতিক অবরোধকে আরও নিষ্ঠুর পর্যায়ে নিয়ে যাওয়ার এই প্রচেষ্টাকে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন। তার মতে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য কিউবা নয়, বরং যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদী নীতিই একমাত্র হুমকি।

অন্যদিকে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম জানিয়েছেন যে তার দেশ সাময়িকভাবে কিউবায় তেল সরবরাহ বন্ধ রেখেছে। তবে তিনি একে ওয়াশিংটনের চাপ নয় বরং মেক্সিকোর একটি ‘সার্বভৌম সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন। বর্তমানে কিউবার জ্বালানি চাহিদার একটি বড় অংশ মেক্সিকো ও রাশিয়া পূরণ করলেও ভেনেজুয়েলার সরবরাহ বন্ধ হওয়ায় দ্বীপরাষ্ট্রটি ভয়াবহ বিদ্যুৎ ও জ্বালানি সংকটে নিমজ্জিত হয়েছে।

ট্রাম্প সতর্ক করে বলেছেন যে কিউবার নেতৃত্বকে এখনই একটি সমঝোতায় আসতে হবে, অন্যথায় পরিণাম আরও ভয়াবহ হতে পারে।

সূত্র: আল জাজিরা।

Share this news on:

সর্বশেষ

img
ইরান সরকারের পতন ঘটাতে সরকারি অবকাঠামোতে হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের Jan 30, 2026
img
লন্ডন থেকে আসা মুফতিকে আবার সেখানে পাঠাতে হবে: রাশেদ প্রধান Jan 30, 2026
img
আমাকে দায়িত্ব দিলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব : হাসনাত আব্দুল্লাহ Jan 30, 2026
img
শীতকে বিদায় জানিয়ে বোল্ড লুকে সুনেরাহ! Jan 30, 2026
img
ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন : মঞ্জু Jan 30, 2026
img
নির্বাচনে ১৮ কোটি মানুষের বিজয় নিশ্চিত করতে হবে : জামায়াত আমির Jan 30, 2026
img
দীর্ঘদিনের দলীয়করণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দুর্বল করেছে: আসিফ মাহমুদ Jan 30, 2026
img
বিনিয়োগ-বাণিজ্যে গতি আনতে সমন্বয় সংস্কারে জোর সরকারের Jan 30, 2026
img
ইনজুরড আলকারাজ সাড়ে পাঁচ ঘণ্টার থ্রিলার জিতে ফাইনালে Jan 30, 2026
img
সারা দেশে সেনাবাহিনীর যৌথ অভিযানে গ্রেপ্তার ৫০৪ Jan 30, 2026
img
শিল্পী হিসেবে এই স্বীকৃতি সর্বোচ্চ পাওয়া: অবন্তী সিঁথি Jan 30, 2026
img
সাফ ট্রফি হাতে সাবিনাদের উচ্ছ্বসিত সংবর্ধনা Jan 30, 2026
img
ধর্মের নামে ভোট চাওয়া জনগণের সঙ্গে প্রতারণা: সালাহউদ্দিন Jan 30, 2026
img
ভোটের দিনে বয়োবৃদ্ধদের জন্য রিকশার ব্যবস্থা থাকবে: আমিনুল হক Jan 30, 2026
img
ইরানের পাল্টা হামলার জবাব এবার সীমাবদ্ধ থাকবে না, হুঁশিয়ারি সেনাবাহিনীর মুখপাত্রের Jan 30, 2026
img
নিয়মে নেই, তবু আজীবন সম্মাননায় দুই প্রয়াত ব্যক্তি! Jan 30, 2026
img
প্রচার গাড়ি ভাঙা নতুন চিন্তাকে ধ্বংস করার শামিল: শিশির মনির Jan 30, 2026
img
দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না: গোলাম পরওয়ার Jan 30, 2026
img
‘দাদাসাহেব ফালকে’ এর বায়োপিকে আমির, পরিচালনায় হিরানি Jan 30, 2026
img
শনিবার টাঙ্গাইল যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা Jan 30, 2026