ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা আগামীকাল শনিবার (৩১ জানুয়ারি) টাঙ্গাইল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উত্তরবঙ্গ সফর শেষে তিনি এই প্রথম নির্বাচনী প্রচারণা টাঙ্গাইলে যাচ্ছেন। তার এই আগমনকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে জেলা-উপজেলায় চলছে ব্যাপক প্রস্তুতি।
জানা যায়, উত্তরবঙ্গে সফর শেষে শনিবার বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গাড়িযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দরুন বাইপাস এলাকায় পথসভা করবেন। এনিয়ে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে মঞ্চের কাজ প্রায় শেষ হয়েছে। তারেক রহমানের সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
পথসভায় তারেক রহমান ঢাকার উদ্দেশ্য রওনা হবেন। এদিন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর থেকেই টাঙ্গাইল দরুন এলাকা পর্যন্ত মহাসড়কের দুপাশেই নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানাবেন।
এ দিকে সফরকে ঘিরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ দলের শীর্ষ নেতারাও মাঠে সক্রিয় রয়েছেন। প্রতিনিয়ত সভাস্থল পরিদর্শন করছেন নেতাকর্মীরা।
নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও এলাকাটি পরিদর্শন করেছে।
দীর্ঘদিন পর তারেক রহমানকে সামনে থেকে দেখার আনন্দ নেতাকর্মীদের মাঝে আরও প্রাণচাঞ্চল্যে সৃষ্টি করেছে।
এ বিষয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই আগমনে নেতাকর্মীদের মধ্যে আলাদা উচ্ছ্বাস দেখা গেছে। প্রিয় নেতার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারা।’
তবে তারেক রহমানের এমন বড় একটি রাজনৈতিক সফর টাঙ্গাইলের রাজনীতি ও নির্বাচনে নতুন মাত্রা যোগ করবে মনে করছেন সচেতন মহল।
এবি/টিএ