বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ধর্ম-বর্ণ, জাত-পাত নির্বিশেষে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যারা কোনো আদর্শ বা কর্মসূচি না রেখে শুধু ধর্মের নামে ভোট চাইছে, স্বর্গ-জান্নাতের প্রলোভন দেখাচ্ছেন- এটা জনগণের সঙ্গে প্রতারণা।’
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় পেকুয়ায় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় পেকুয়ায় হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে নির্বাচনী সভায় সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সেই একই ধর্মভিত্তিক রাজনৈতিক দল আজ নব রূপে নির্বাচনে অংশ নিচ্ছে। প্রশ্ন হলো-তাদের হাতে এই দেশের সব নাগরিক কি নিরাপদ থাকবে?’
সালাহউদ্দিন আহমদ, ‘১৯৭১ সালে এ দেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। সেই যুদ্ধে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের অনেক বেশি ত্যাগ স্বীকার করতে হয়েছে। যারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাস করত না, স্বাধীনতা চায়নি- তাদের হাতেই তখন নির্যাতনের শিকার হতে হয়েছিল সংখ্যালঘুদের।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আজও যেসব মানুষ সেই সময়ের সাক্ষী, তারা জানেন কারা তখন নির্যাতন চালিয়েছে। ওই রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নের কথা মুখে বললেও বাস্তবে তা বিশ্বাস করেন না। তারা এবার সরাসরি কোনো নারী প্রার্থীকে জাতীয় সংসদে মনোনয়ন দেয়নি। অথচ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী-তাদের বাদ দিয়ে কোনো দেশ এগিয়ে যেতে পারে না।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির একটি সুস্পষ্ট আদর্শ, নীতি, কর্মসূচি ও পরিকল্পনা রয়েছে। খুব শিগগিরই নির্বাচনী ইশতেহারে তা জাতির সামনে তুলে ধরা হবে। সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের ন্যায্য দাবিগুলো কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে ইশতেহারে অন্তর্ভুক্ত করা হবে।’
তিনি বলেন, ‘মানুষের পরকালের বিচার একমাত্র মহান আল্লাহই করবেন, কোনো দল বা ব্যক্তি নয়। বিএনপি জনগণের সামনে বাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি দিচ্ছে বলেও জানান তিনি। দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিএনপি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’
কক্সবাজার-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী বলেন, ‘সাম্যভিত্তিক, ন্যায়বিচারপূর্ণ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে আমাদের সন্তানরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। ছাত্রদের অভ্যুত্থান সেই প্রত্যাশারই বহিঃপ্রকাশ। শহীদদের সেই অঙ্গীকার বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।’
শেষে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে সারাদিনের কর্মসূচির আহ্বান জানাচ্ছি। আসুন, ধানের শীষে ভোট দিয়ে একটি শক্তিশালী, গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলি। এটাই মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের স্বপ্ন।
এ দিকে বিকেল ৩টায় পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে।
এসকে/টিকে