১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়াতে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেঁচে নিতে হবে। এ সাহস আল্লাহর মেহেরবানি জামায়াত ইসলামীর আছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সাধারণ মানুষ, বিভিন্ন জায়গায় যারা আছেন, আমরা বিশ্বাস করি দেশ আমাদের সবার। সবার দায় আছে। সবার সম্মিলিত প্রয়াসেই একটি সভ্য দেশ করতে পারব ইনশাআল্লাহ। এই দেশকে এখনো সভ্য বলা যাবে না। যে দেশের পথে-ঘাটে সর্বত্র চাঁদাবাজি হয়, এটা কখনও সভ্য দেশ হতে পারে না।
চাঁদাবাজদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, আমরা তাদেরকে আহ্বান করব তোমরা আমাদের সন্তান, চাঁদাবাজি ছেড়ে দাও। তোমাদের যদি খাদ্যের অভাব হয় আল্লাহ আমাদেরকে যে রিজিক দিয়েছেন তা ভাগাভাগি করে খাব। তবুও হারামের দিকে হাত বাড়াইও না। চাঁদা নিয়ে মানুষকে কষ্ট দিও না। রাস্তার ভিক্ষুক থেকে শুরু করে শিল্পপতি সবার ঘুম হারাম এদের কারণে। মানুষের অভিশাপের পাত্র হয়ে গেছো। তওবা করে এখান থেকে বের হয়ে আসো তোমাদেরকে বুকে টেনে নেব। এরপর তোমাদেরকে আমরা শিক্ষিত প্রশিক্ষিত করে তোমাদের হাতেও কাজ তুলে দেব ইনশাআল্লাহ।
জামায়াত আমির বলেন, ১৩ তারিখ নতুন বাংলাদেশ পাওয়ার জন্য ১৮ কোটি মানুষ মুখিয়ে আছে। যারা এখনই ফ্যাসিবাদের আচরণ করেছে জাতীর সঙ্গে তাদের দিয়ে কী ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়া যাবে, যাবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়াতে হলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার সাহস যাদের আছে তাদেরকে বেঁচে নিতে হবে।
তিনি বলেন, জামায়াত কারো কাছে মাথা নতো করেবি। কারো দয়া অনুকম্পা কামনা করেনি। হাজারো কর্মী সহকর্মীকে হারিয়েছে, মাথা নত করেনি। কোনো চোখ রাঙানিকে পরোয়া করেনি। দেশ ছেড়েও পালায়নি। এদেশ আমাদের ঠিকানা। আমাদের কোনো মামা-খালুর দেশ নাই, বেগম পাড়া নাই। আমাদের পাড়া একটাই, এটি আমার গর্বর বাংলাদেশ।
বেকার ভাতা দিয়ে যুবকদেরকে আমরা অসম্মান করতে চাই না উল্লেখ করে তিনি বলেন, আমাদের যুবকরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য, তারা বেকার ভাতার জন্য লড়াই করেনি। তারা লড়াই করেছে তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি তোমাদের হাতকে আমরা এই দেশ গড়ার কারিগরের হাত হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকির সভাপতিত্বে জনসভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট, ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
এবি/টিকে