রাঙামাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩০ জন নেতাকর্মী।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর শহরের বিএনপির পাবলিক হেল্থ এলাকার একটি উঠান বৈঠক শেষে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।
জামায়াতে ইসলামীর ৮ নম্বর ওয়ার্ড ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. আজিজুল হক ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কালামের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপির ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে মো. আজিজুল হক বলেন, আমরা আগে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু বর্তমানে বিএনপির রাজনীতি আমাদের কাছে ভালো লাগছে। তাই দীপেন দেওয়ানের হাতে ফুল দিয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যোগ দিয়েছি। আজ থেকে আমরা তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে কাজ করবো।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, কোনো লোভ বা প্রত্যাশা থেকে নয়, বিএনপির আদর্শ ও রাজনীতিকে ভালোবেসেই তারা দলে যোগ দিয়েছেন। একই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের আরও ২০ জন বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।
এ সময় ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান বলেন, আপনাদের বিএনপিতে যোগদানের জন্য স্বাগত জানাচ্ছি। তবে সবার আগে মন দিয়ে দলের জন্য কাজ করতে হবে। ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না- আমাদের রাজনীতি দেশ ও মানুষের জন্য। আমি বিশ্বাস করি, সেই আদর্শ নিয়েই আপনারা দলে যোগ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম ভূট্টোসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ।
আইকে/টিকে