পরিবারতন্ত্রের রাজনীতির অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনগণ আর রাজার ছেলে রাজা বা রানির মেয়ে রানি- এমন প্রথা দেখতে চায় না। মেধা ও যোগ্যতা থাকলে একজন রিকশাওয়ালাও রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কুমিল্লা টাউনহল ময়দানে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীকে দেশের সবচেয়ে মজলুম দল হিসেবে অভিহিত করে বলেন, বিচারের নামে তাদের সিনিয়র নেতাদের হত্যা, অফিস বন্ধ রাখা এবং নিবন্ধন কেড়ে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী দলটির নেতাকর্মীরাই সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানকে আল্লাহর অশেষ নেয়ামত আখ্যা দিয়ে তিনি বলেন, তারা প্রতিশোধপরায়ণ হবেন না, তবে ভিক্টিম পরিবার আইনি লড়াই করলে তাতে সহযোগিতা করবেন। তিনি জানান, শহীদদের স্বজনদের চোখের পানিতে তারা রক্তের ছাপ দেখেছেন।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে জামায়াত আমির বলেন, ফুটপাত থেকে শুরু করে শিল্পপতি পর্যন্ত কেউ চাঁদাবাজদের হাত থেকে রক্ষা পাচ্ছে না। তিনি প্রতিশ্রুতি দেন যে, ক্ষমতায় গেলে তারা চাঁদাবাজি ও দুর্নীতি নির্মূল করবেন এবং কারো ওপর জুলুম করবেন না। তিনি উল্লেখ করেন, চাঁদা ভিক্ষার চেয়েও নিকৃষ্ট এবং প্রয়োজনে নিজেদের রিজিক ভাগ করে খাবেন, তবুও চাঁদাবাজি করবেন না। বিগত সময়ে শত নির্যাতনের মুখেও দেশ ত্যাগ না করার কথা উল্লেখ করে তিনি বলেন, মজলুমের দুঃখ তারা বোঝেন, তাই তারা কখনো জালিম হবেন না।
গণমাধ্যমকে জাতির দর্পণ উল্লেখ করে জামায়াত আমির সত্য ঘটনা তুলে ধরার এবং দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করার আহ্বান জানান। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মুহাম্মদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। এসময় কুমিল্লার বিভিন্ন আসনের জামায়াত মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ইউটি/টিএ